রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান গতকাল ১০ই নভেম্বর পুলিশ লাইন্সের মাঠে আইজিপি কাপ-২০২১ জাতীয় যুব কাবাডি অনুর্ধ্ব-১৯ এর জেলা পর্যায়ের প্রতিযোগিতার উদ্বোধন করেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ সালাহউদ্দিন, রাজবাড়ী থানার ওসি, পুলিশ লাইন্সের আরআইসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। বিভিন্ন থানা হতে বাছাইকৃত কাবাডি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।