রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বারুগ্রামের ৯ম শ্রেণীর স্কুল ছাত্রী (১৬)কে গণধর্ষণ মামলার ৬জন আসামীকে থানা পুলিশ গ্রেফতার করেছে।
গত ২৫শে জুন ওই স্কুল ছাত্রীর মা বাদী হয়ে ৬জনের বিরুদ্ধে বালিয়াকান্দি থানায় মামলা দায়ের করেন। পুলিশ ওই রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত ৬জনকে গ্রেফতার করে গতকাল ২৬শে জুন আদালতে সোপর্দ করে।
গ্রেফতারকৃতরা হলো ঃ বারুগ্রামের মৃত আমেদ আলী সেখের ছেলে রনি শেখ(২৫), আঃ রহমান মন্ডলের ছেলে আল আমিন মন্ডল(১৬), জাহিদ আলী বেপারীর ছেলে মহিউদ্দিন বেপারী(১৬), নতুনচর গ্রামের নজরুল খানের ছেলে নাহিদ খান(১৮), আশ্চর্য্যপুর গ্রামের সিরাজুল ইসলাম শেখের ছেলে নিরু শেখ(২৫) ও আজিজুল বেপারীর ছেলে রুবেল বেপারী (২৫)।
বালিয়াকান্দি থানার ওসি একেএম আজমল হুদা জানান, মামলার পর রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত ৬জনকে গ্রেফতার করা হয়। গতকাল ২৬শে জুন তাদেরকে আদালতে সোপর্দের পর তারা ফৌঃ কাঃ বিঃ আইনের ১৬৪ ধারায় বিচারকের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করে। এরপর তাদেরকে জেল হাজতে(জেলা কারাগার) পাঠানো হয়। এছাড়া বৃহস্পতিবারই ভিকটিম স্কুল ছাত্রীকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে মেডিকেল পরীক্ষা করানো হয়।
মামলার অভিযোগ সূত্রে প্রকাশ, ওই স্কুল ছাত্রী বারুগ্রামের মামা বাড়ীতে থেকে লেখাপড়া করে। গত ২৩শে জুন রাত সাড়ে ১০টার দিকে মেয়েটিকে বাড়ী থেকে তুলে পার্শ্ববর্তী বিল টাকিগাড়া মাঠের মধ্যে নিয়ে ৬জনে মিলে পালাক্রমে গণধর্ষণ করে।