ঢাকা বুধবার, এপ্রিল ৯, ২০২৫
রাজবাড়ী সদরের রামকান্তপুর ইউপির সদস্য প্রার্থী আলমগীরের মনোনয়ন দাখিল
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-১১-২৪ ১৩:২৩:০৩

চতুর্থ ধাপে অনুষ্ঠিতব্য রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের সদস্য পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন আলমগীর হোসেন।  
  গতকাল ২৪শে নভেম্বর দুপুরে তিনি নির্বাচনের রিটার্নিং অফিসার ও উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আতাহার আলীর কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় তার সাথে আলেক মিয়া, মমিন মিয়া, আছিরদ্দিন, নুরুল ইসলাম মন্ডল, তুহিন শেখ, বাবলু চক্রবর্তী, পরিমল সরকার, তাজুল ইসলাম সরদার, রাজিব মোল্লা, রুবেল সরদার প্রমুখ উপস্থিত ছিলেন।
  মনোনয়ন পত্র দাখিলের পর আলমগীর হোসেন নির্বাচনে জয়ী হওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে ওয়ার্ডবাসী দোয়া ও ভোট কামনা করেন। তিনি বলেন, নির্বাচিত হলে ওয়ার্ডবাসীর পাশে থেকে তাদের জন্য কাজ করবো। সুন্দর-পরিচ্ছন্ন একটি ওয়ার্ড গড়ে তুলবো।

পাংশার কুদ্দুস হত্যা মামলায় স্ত্রী’র পরকীয়া প্রেমিক তোজামের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড
রাজবাড়ীর নতুন পুলিশ সুপার কামরুল ইসলাম
গাজায় নৃশংস গণহত্যার প্রতিবাদে রাজবাড়ীতে ছাত্রদলের বিক্ষোভ
সর্বশেষ সংবাদ