ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ১৭, ২০২৫
রাজবাড়ীতে দুইটি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান॥১টিতে ২লক্ষ টাকা জরিমানা
  • চঞ্চল সরদার
  • ২০২১-১১-৩০ ১৪:৫৭:১১
ভ্রাম্যমাণ আদালত গতকাল ৩০শে নভেম্বর বালিয়াকান্দি উপজেলার ২টি ইটভাটায় অভিযান পরিচালনা করে -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল হুদা’র নেতৃত্বে গতকাল ৩০শে নভেম্বর দুপুরে বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণবাড়ী ও নবাবপুর ইউপির ২টি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

  অভিযানকালে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ)(সংশোধন) আইন ২০১৯ লঙ্ঘনের দায়ে বালিয়াকান্দির ইন্দুরদীর মোঃ আবু জাফরের পরিচালনাধীন “আর এস বি ব্রিকস্” নামক ইটভাটাকে ২লক্ষ টাকা জরিমানা আদায় এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সহায়তায় পানি দিয়ে ইটভাটার আগুন নেভানো হয় ও কাঁচা ইট ভিজিয়ে নষ্ট করা হয়। 

  এছাড়াও বালিয়াকান্দি উপজেলার দক্ষিণবাড়ীর মেসার্স এনএসবি ব্রিকস নামক ইট ভাটায় অভিযান চালানো হয়। এ সময় ইটভাটার কার্যক্রম বন্ধ রাখা সংক্রান্ত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপীল বিচারাধীন থাকায় ভ্রাম্যমান আদালত কর্তৃক আইনগত ব্যবস্থা নেয়ার সুযোগ না থাকায় ভাটার মালিককে সতর্ক করাসহ অবৈধভাবে মাটির ব্যবহার নিয়ন্ত্রণ ও হ্রাস করার জন্য নির্দেশ প্রদান করা হয়।

  পরিবেশ অধিদপ্তরের ফরিদপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক এ.এইচ.এম রাসেদসহ পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।

  গত ২৯শে নভেম্বর দৈনিক মাতৃকণ্ঠে “বালিয়াকান্দির দক্ষিণবাড়ীতে আবাসিক এলাকার ইটভাটা বন্ধে হাইকোর্টের নিষেধাজ্ঞা বাস্তবায়ন হয়নি” শিরোনামে সংবাদ প্রকাশিত হবার পর প্রশাসন এ অভিযান পরিচালনা করে।

রাজবাড়ীতে ডিসি’র সাথে সাবেক এমপি খৈয়মের আলোচনার পর অটো বাইকের পৌর পার্কিং ফি ১২ টাকা নির্ধারণ
রাজবাড়ীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা দেখতে বিপুল সংখ্যক দর্শক
রাজবাড়ীতে লোকজ মেলায় শুদ্ধ বাংলা সংগীত রক্ষা পরিষদকে ক্রেস্ট উপহার
সর্বশেষ সংবাদ