ঢাকা শুক্রবার, মে ৩, ২০২৪
ভোটারদের বাড়ী বাড়ী গিয়ে সরকারের উন্নয়নমূলক কর্মকান্ডগুলো তুলে ধরে নৌকায় ভোট চাইতে হবে----কাজী ইরাদত
  • চঞ্চল সরদার
  • ২০২১-১১-৩০ ১৪:৫৭:৫০
রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী গতকাল ৩০শে নভেম্বর বিকালে কাজী হেদায়েত হোসেন বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে কর্মী সভায় বক্তব্য রাখেন -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী বলেছেন সদর উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। এ জন্য দলীয় নেতাকর্মীদের ভোটারদের বাড়ী বাড়ী গিয়ে সরকারের উন্নয়নমূলক কর্মকান্ডগুলো তুলে ধরে নৌকায় ভোট চাইতে হবে। 

  গতকাল ৩০শে নভেম্বর বিকালে রাজবাড়ীর কাজী হেদায়েত হোসেন বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দলীয় প্রার্থীদের পক্ষে সদর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সদর উপজেলার ইউনিয়নগুলোর মধ্যে মিজানপুর, খানগঞ্জ, বানীবহ ও দাদশী ইউনিয়নের দলীয় প্রার্থীসহ নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

  কাজী ইরাদত আলী আরো বলেন, এ নির্বাচনে যারা নির্বাচিত হবে তাদের মাধ্যমে স্থানীয় পর্যায়ের উন্নয়ন হবে। সে জন্য আমাদের দলীয় প্রার্থীদের নির্বাচিত করতে হবে। চেয়ারম্যান প্রার্থীদের ইউনিয়নের ৯টি ওয়ার্ডেই নির্বাচনী কমিটি করতে হবে। ঘরে বসে থাকা যাবে না। বঙ্গবন্ধুকে ভালোবাসলে নৌকাকে জয়যুক্ত করার লক্ষ্যে কাজ নেমে যেতে হবে। যারা নৌকার বিপক্ষে কাজ করবেন তারা দল থেকে চিরদিনের জন্য বহিষ্কার হবেন। মদদদাতাদেরও দল থেকে বের করে দেয়া হবে। প্রতিটি ইউনিয়নে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। যারা বিদ্রোহী প্রার্থী হয়েছেন তারা দলের বৃহত্তর স্বার্থে মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিবেন। ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার মাধ্যমে আমরা দলীয় প্রার্থীদের বিজয়ী করবো। 

  রাজবাড়ী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ রমজান আলী খানের সভাপতিত্বে কর্মী সভায় অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি এডঃ গণেশ নারায়ণ চৌধুরী, সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক এডঃ মোঃ সফিকুল হোসেন সফিক, মিজানপুর ইউনিয়নের নৌকার চেয়ারম্যান প্রার্থী মোঃ টুকু মিজি, খানগঞ্জ ইউনিয়নের নৌকার প্রার্থী মুহাম্মদ শরিফুর রহমান সোহান, বানীবহ ইউনিয়নের নৌকার প্রার্থী শেফালী আক্তার, দাদশী ইউনিয়নের নৌকার প্রার্থী রমজান আলী, মিজানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম বিশ্বাস ও দাদশী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মিয়া প্রমুখ বক্তব্য রাখেন।  

রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে মহান মে দিবসে র‌্যালী-আলোচনা সভা
রাজবাড়ীতে দুই ব্যাংকের  প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত
বিশ্ববিদ্যালয়ে চান্স না পেয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে রাজবাড়ীতে নদীতে ঝাঁপ দিয়ে তরুণীর আত্মহত্যা
সর্বশেষ সংবাদ