ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ১৭, ২০২৫
রাজবাড়ীতে আখেরী মোনাজাতের মধ্য দিয়ে ৩দিনের জেলা ইজতেমা সমাপ্ত
  • চঞ্চল সরদার
  • ২০২১-১২-০৪ ১৩:৩১:৪৬
দেশ ও জাতির কল্যাণ কামনা করে গতকাল ৪ঠা ডিসেম্বর আখেরী মোনাজাতের মধ্য দিয়ে রাজবাড়ী শহরের ভবানীপুরে তাবলীগ জামাতের ৩দিনব্যাপী জেলা ইজতেমা সমাপ্ত হয়েছে -মাতৃকণ্ঠ।

দেশ ও জাতির কল্যাণ কামনা করে আখেরী মোনাজাতের মধ্য দিয়ে রাজবাড়ী শহরের ভবানীপুরে তাবলীগ জামাতের ৩দিনব্যাপী জেলা ইজতেমা সমাপ্ত হয়েছে।

  হেদায়েতী বয়ান, ধর্মীয় আলোচনা ও ইবাদতের মধ্য দিয়ে ৩টি দিন কাটানোর পর গতকাল ৪ঠা ডিসেম্বর বেলা ১২টার দিকে আখেরী মোনাজাত শুরু হয়। এ দিন সকাল থেকে থেকেই মুসল্লীরা আসতে থাকে ইজতেমা ময়দানে। আখেরী মোনাজাতকে কেন্দ্র করে নেয়া হয় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। 

  আখেরী মোনাজাত পরিচালনা করেন কাকরাইল জামে মসজিদের মুকিম মুফতি মজিবুর রহমান। এ সময় তিনি আরবী ও বাংলায় দোয়া-মোনাজাত করেন। এছাড়াও জিয়া বিন কাসেম, মাওলানা মুনির, মাওলানা মাহামুদুল্লাহসহ ২জন বিদেশী বয়ান করেন। আখেরী মোনাজাতে শত শত মুসাএাীর অংশগ্রহণে আল্লাহ্র কাছে ক্ষমা প্রার্থনা, মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি, হেদায়েত, হেফাজত, রহমত, মাগফিরাত, নাজাত এবং দেশ ও বিশ্ব মানবতার কল্যাণ কামনা করা হয়। 

রাজবাড়ীতে ডিসি’র সাথে সাবেক এমপি খৈয়মের আলোচনার পর অটো বাইকের পৌর পার্কিং ফি ১২ টাকা নির্ধারণ
রাজবাড়ীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা দেখতে বিপুল সংখ্যক দর্শক
রাজবাড়ীতে লোকজ মেলায় শুদ্ধ বাংলা সংগীত রক্ষা পরিষদকে ক্রেস্ট উপহার
সর্বশেষ সংবাদ