ঢাকা বুধবার, জুলাই ১৬, ২০২৫
করোনায় আক্রান্ত হয়ে ঢাবি’র শিক্ষক প্রফেসর মাহমুদ হাসানের ইন্তেকাল
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-১২-০৫ ১৩:৪৫:৪৮

করোনায় আক্রান্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৎস্য বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মাহমুদ হাসান মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

  তিনি রাজবাড়ীর খানকা শরীফ বড় মসজিদের পেশ ইমাম আলহাজ্ব হাফেজ মাওলানা মোঃ শাহজাহানের ছোট ভাই।  

  গতকাল ৫ই ডিসেম্বর দুপুরে ঢাকার পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। তিনি ৫ ভাই, ২ বোনসহ আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মৃত্যুর কিছুদিন পূর্বে তিনি করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। তিনি অবিবাহিত ছিলেন।

  পরে তার মরদেহ রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের কল্যাণপুর গ্রামের বাড়ীতে নিয়ে আসা হয়। রাত সাড়ে ৯টায় খানকা শরীফ বড় মসজিদ প্রাঙ্গণে প্রথম জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। এরপর গ্রামের বাড়ীতে দ্বিতীয় জানাযার নামাজ শেষে মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

 রাজবাড়ীতে নির্মাণাধীন জুলাই স্মৃতিস্তম্ভ পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার
 মৎস্য সপ্তাহ উদযাপনের লক্ষ্যে রাজবাড়ীতে প্রস্তুতিমূলক সভা
বিএনপি ও অঙ্গ সংগঠনের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
সর্বশেষ সংবাদ