ঢাকা রবিবার, মে ৫, ২০২৪
রাজবাড়ী শহরের নতুন বাজার এলাকার ৩টি ব্যবসা প্রতিষ্ঠানের জরিমানা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-১২-০৯ ১৪:৩৩:৩২
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গতকাল ৯ই ডিসেম্বর রাজবাড়ী শহরের নতুন বাজার মুরগীর ফার্ম এলাকার ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করে -মাতৃকণ্ঠ।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে রাজবাড়ী শহরের নতুন বাজার মুরগীর ফার্ম এলাকার ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

  অধিদপ্তরের রাবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাহমুদুর রহমানের নেতৃত্বে গতকাল ৯ই ডিসেম্বর দুপুরে পরিচালিক ভ্রাম্যমাণ বাজার তদারকি অভিযানে তাদেরকে এই জরিমানা করা হয়। 

  অভিযানকালে নোংরা-অপরিষ্কার পরিবেশের কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১টি খাবারের হোটেলকে ৪ হাজার টাকা এবং মূল্য তালিকা টানানো না থাকায় একই আইনে ২টি দোকানকে যথাক্রমে ৩ হাজার টাকা ও ২হাজার টাকা জরিমানা করা হয়। রাজবাড়ী থানা পুলিশের একটি টিম অভিযানে সহযোগিতা করে। 

আগামী দুই মাসের মধ্যে ভাঙ্গা-খুলনা-যশোর পর্যন্ত ট্রেন চালু হবে ঃ রেলপথ মন্ত্রী মোঃ জিল্লুল হাকিম
বসন্তপুরে ইমাম কমিটির উদ্যোগে খাবার স্যালাইন ও শরবত বিতরণ
রাজবাড়ী জেলা পুলিশের উদ্যোগে সাইবার নিরাপত্তা সংক্রান্ত শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ