ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ১৭, ২০২৫
রাজবাড়ী শহরের নতুন বাজার এলাকার ৩টি ব্যবসা প্রতিষ্ঠানের জরিমানা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-১২-০৯ ১৪:৩৩:৩২
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গতকাল ৯ই ডিসেম্বর রাজবাড়ী শহরের নতুন বাজার মুরগীর ফার্ম এলাকার ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করে -মাতৃকণ্ঠ।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে রাজবাড়ী শহরের নতুন বাজার মুরগীর ফার্ম এলাকার ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

  অধিদপ্তরের রাবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাহমুদুর রহমানের নেতৃত্বে গতকাল ৯ই ডিসেম্বর দুপুরে পরিচালিক ভ্রাম্যমাণ বাজার তদারকি অভিযানে তাদেরকে এই জরিমানা করা হয়। 

  অভিযানকালে নোংরা-অপরিষ্কার পরিবেশের কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১টি খাবারের হোটেলকে ৪ হাজার টাকা এবং মূল্য তালিকা টানানো না থাকায় একই আইনে ২টি দোকানকে যথাক্রমে ৩ হাজার টাকা ও ২হাজার টাকা জরিমানা করা হয়। রাজবাড়ী থানা পুলিশের একটি টিম অভিযানে সহযোগিতা করে। 

রাজবাড়ীতে ডিসি’র সাথে সাবেক এমপি খৈয়মের আলোচনার পর অটো বাইকের পৌর পার্কিং ফি ১২ টাকা নির্ধারণ
রাজবাড়ীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা দেখতে বিপুল সংখ্যক দর্শক
রাজবাড়ীতে লোকজ মেলায় শুদ্ধ বাংলা সংগীত রক্ষা পরিষদকে ক্রেস্ট উপহার
সর্বশেষ সংবাদ