ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ১৭, ২০২৫
আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে বালিয়াকান্দিতে আলোচনা সভা-মানববন্ধন
  • তনু সিকদার সবুজ
  • ২০২১-১২-০৯ ১৪:৩৬:২০
বালিয়াকান্দিতে গতকাল ৯ই ডিসেম্বর নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। 

  এ উপলক্ষে গতকাল ৯ই ডিসেম্বর দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে জাতীয় ও দুর্নীতি বিরোধী পতাকা উত্তোলনের পর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। 

  উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) হাসিবুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফরোজা জেসমিন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি কুতুব উদ্দিন মোল্লা, জাকির হোসেন, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। সভা সঞ্চালনা করেন আমীর মুন্সী। 

  আলোচনা সভা শেষে বালিয়াকান্দি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার হাসিবুল হাসান, বালিয়াকান্দি সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অমরেশ রায়, উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি এস.এম দাউদ খান, প্রভাষক সুজয় পালসহ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যরা মানববন্ধনে অংশগ্রহণ করেন। 

  বক্তাগণ দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান। 

রাজবাড়ীতে ডিসি’র সাথে সাবেক এমপি খৈয়মের আলোচনার পর অটো বাইকের পৌর পার্কিং ফি ১২ টাকা নির্ধারণ
রাজবাড়ীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা দেখতে বিপুল সংখ্যক দর্শক
রাজবাড়ীতে লোকজ মেলায় শুদ্ধ বাংলা সংগীত রক্ষা পরিষদকে ক্রেস্ট উপহার
সর্বশেষ সংবাদ