করোনা ভাইরাসের কমিউনিটি ট্রান্সমিশনের ফলে রাজবাড়ী জেলায় সংক্রমণ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে। গতকাল ২৮শে জুন রাজবাড়ী জেলায় আরো ৬৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪৫৭ জনে উন্নীত হলো।
রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ মোঃ নুরুল ইসলাম জানান, গতকাল রবিবার আরও ১৯১ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে। তাদের মধ্যে ৬৭ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। গত ২৫শে জুন এ নমুনাগুলো পরীক্ষার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছিল।
সিভিল সার্জন ডাঃ মোঃ নুরুল ইসলাম আরো জানান, আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত মোট ৯৫জন সুস্থ হয়েছেন এবং ২জন মারা গেছেন। অন্যরা বিভিন্ন হাসপাতালে ও হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।
নতুন করে আক্রান্তদের মধ্যে রয়েছেন ঃ রাজবাড়ী শহরের বিনোদপুর গ্রামের রফিকুল ইসলাম(৪৫), লিপি(৩৫), শাহরিয়ার(৯), তমা(৫৫), বিনোদপুর গ্রামের বিপ্লব হোসেন(২৭), ভবাণীপুর গ্রামের তুষার কান্তি পাল(৩০), কামরুন নাহার(২৪), সোনালী ব্যাংক রাজবাড়ী শাখার মোঃ রফিক উদ্দিন(৪২), একই শাখার মোঃ রকিব উদ্দিন(৫০), পূবালী ব্যাংকের ওমর ফারুক(৩০), পুলিশ লাইন্সের হাবিবুর রহমান(৫২), জেলা পরিবার পরিকল্পা অফিসের মোঃ শরীফুল ইসলাম(৩৫), বেড়াডাঙ্গা ৩নং সড়কের বাসিন্দা বিশিষ্ট ফটোগ্রাফার আব্দুল হালিম বিশ্বাস(৬৭), মোঃ আল সানী(১৮), খুরশিদা বেগম(৪৫), পারভীন আক্তার(২৩), উম্মে মাহিয়া(১১), তানভীর(২৭), সোহেল আহম্মেদ(৪০), সজ্জনকান্দা গ্রামের পাপ্পু(৪২), ভাজনচালার মঞ্জু(৫৫), শিউলী(২৫), কাজীকান্দা গ্রামের ময়েন মোল্লা(৬০), ধুঞ্চি গ্রামের আলাউদ্দিন(৩৯), পাঁচুরিয়া ইউনিয়নের মুকুন্দিয়া গ্রামের আনিসুর রহমান(২৮), কুটি পাঁচুরিয়া গ্রামের শাহানুর ইসলাম(২৮), মিজানপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের ওবায়দুল রহমান(৪০), দাদশী ইউনিয়নের আগমাড়াই গ্রামের হাসনা(৪০), রাজবাড়ী সদর হাসপাতালের স্বর্ণা বিশ্বাস(২৫), বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের গোসাই গোবিন্দপুর গ্রামের ওসমান(৩০), ফারদিন শেখ(৪), কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের শাজাহান(৩২), মদাপুর গ্রামের ফজলুর রহমান(৩৯), কাটাবাড়ীয়া গ্রামের তাজকিয়া(১১ মাস), বোয়ালিয়া ইউনিয়নের মাধুরী সরকার(২৯), রতনদিয়া ইউনিয়নের গঙ্গানন্দপুর গ্রামের খাদিজা আহম্মেদ(১৮), কালিকাপুর ইউনিয়নের শামলাবাড়ী গ্রামের রবিউল ইসলাম(৩২), বোয়ালিয়া ইউনিয়নের শামসুন্নাহার(৪৭), রতনদিয়া ইউনিয়নের রেজাউল আলম(৬০), শহীদুল ইসলাম(৩০), গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের সুফিয়া সুলতানা(৪০), পাংশা উপজেলার সরিষা ইউপির চেয়ারম্যান ও পাংশা শহরের গুধিবাড়ীতে বসবাসকারী আজমল আল বাহার(৫৩), তার স্ত্রী লাকী সুলতানা(৪০) ও পুত্র শাফিন(১৯), গুধিবাড়ী শামসুদ্দিন মিয়া(৪৪), পাংশা পৌরসভার মৈশালা গ্রামের তাসলিমা(৪৫), পুরাতন বাজারের আরিফুর রহমান(৭), রিনা(২৭), শিল্পকলা মোড়ের ডাঃ মেহনাজ নাজনীর(২৭), আকলিমা(২৬), তাসলিমা(৩০), তাপসী(৪০), শাহিদা(৪৫), পারনারায়ণপুরের মনোয়ারা(৪৫), উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আমিরুল ইসলাম(৩৮), যশাই ইউনিয়নের চরলক্ষ্মীপুর গ্রামের হাবিবুল্লা(৩০), আসমত আলী(৬৫), মাছপাড়া ইউনিয়নের মেঘনা গ্রামের নাজনীন নাহার(৩৫), আলিফ রাইয়ান(৪), কলিমহর ইউনিয়নের কলিমহর গ্রামের রিনি(২২), পাট্টা ইউনিয়নের নিভা গ্রামের অনিতা বিশ্বাস(৬২), বাবুপাড়া ইউনিয়নের চরপাড়া গ্রামের শাজাহান শেখ(৪৬), আব্দুল গফুর(৭৫), মোশারফ হোসেন(৪০), নিশ্চিন্তপুর গ্রামের সাইফুর রহমান(৩৭), হাবাসপুর ইউনিয়নের চরঝিকড়ী গ্রামের সিরাজুল ইসলাম(৩৮), নিতু আক্তার(২৫), সরিষা ইউনিয়নের জাগীরবাগলী গ্রামের শান্তা ইসলাম(২১) ও মৌরাট ইউনিয়নের বি-মালঞ্চী গ্রামের বাসুদেব (৩৮)।
উল্লেখ্য, গত ২৭শে জুন যে ৫৭ জন আক্রান্ত হন তাদের বাড়ী রাজবাড়ী সদর উপজেলার হোসনাবাদ, সজ্জনকান্দা, বেড়াডাঙ্গা-১, বিনোদপুর, সোনাকান্দর, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা, গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ডায়াগনস্টিক সেন্টার, পাংশার তর্ত্তিপুর, নারায়ণপুর, বাবুপাড়া, কালুখালী উপজেলার বোয়ালিয়া, রতনদিয়া, মহেন্দ্রপুর. তফাদিয়া, ইউএনও অফিস, বালিয়াকান্দির ইসলামপুর ইউনিয়নের শহীদনগর, নারুয়া, জিয়ালগারী, ভীমনগরসহ বিভিন্ন এলাকায়।