ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
গোয়ালন্দে ১২টি চোরাই মোবাইলসহ গ্রেফতার-৩
  • মইনুল হক মৃধা
  • ২০২১-১২-১২ ১৩:৩১:২২

রাজবাড়ীর গোয়ালন্দে ১২টি চোরাই মোবাইল ফোনসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

   গত ১১ই ডিসেম্বর রাত পৌনে ১১টার দিকে গোয়ালন্দ বাজারের মোবাইল এক্সচেঞ্জ ও মা টেলিকম নামক দোকানের সামনে থেকে তাদেরকে গ্রেফতার করে গোয়ালন্দ ঘাট থানার পুলিশ। গ্রেফতারকৃতরা হলো-গোয়ালন্দ পৌরসভার ৩ নং ওয়ার্ডের কুমড়াকান্দি গ্রামের মৃত শাহাবুদ্দিন শেখের ছেলে আসিফ শেখ আকাশ (২৩), ৬ নং ওয়ার্ডের জুরান মোল্লার পাড়ার আক্কাছ সরদারের ছেলে মঈন সরদার (১৯) ও ৭ নং ওয়ার্ডের কাজীপাড়ার জয়নাল শেখের ছেলে জামাল শেখ (২৩)। 

   গোয়ালন্দ ঘাট থানার ওসি আব্দুল্লাহ আল তায়াবীর জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘ দিন ধরে চোরাই মোবাইল ফোন বেচাকেনা করে আসছিল। তাদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গতকাল ১২ই ডিসেম্বর তাদেরকে আদালতে সোপর্দ করা হয়। 

পাংশা রেলওয়ে স্টেশনের আধুনিকায়নের কাজ শুরু
রাজবাড়ীতে চার দফা দাবীতে কলেজ শিক্ষকদের মানববন্ধন
কালুখালীতে কৃষক কদম হত্যার সাথে জড়িতদের শাস্তির দাবীতে মানববন্ধন
সর্বশেষ সংবাদ