ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
বালিয়াকান্দির নারুয়াতে ‘মানবতার মাতৃসদন’ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন
  • তনু সিকদার সবুজ
  • ২০২০-০৭-০১ ১৬:৩৫:১০
বালিয়াকান্দি উপজেলার ‘মানবতার মাতৃসদন’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে গত ৩০শে জুন বিকালে নারুয়া ইউনিয়নের গড়াই নদীর তীরে বৃক্ষরোপণ কর্মসূচী উদ্বোধন করা হয় -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার ‘মানবতার মাতৃসদন’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে নারুয়া ইউনিয়নের গড়াই নদীর তীরে বৃক্ষরোপণ কর্মসূচী শুরু হয়েছে। গত ৩০শে জুন বিকালে এই বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করা হয়। 
  সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি শফিকুল ইসলাম শফিক বলেন, তারা ১হাজার বৃক্ষরোপণ করবেন। গড়াই নদীর পাড়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, পতিত জমি ও রাস্তার পাশে গাছের চারাগুলো রোপণ করা হবে। এভাবে বৃক্ষরোপণ করা হলে প্রাকৃতিক ভারসাম্য বজায় থাকবে এবং পরিবেশ দূষণ থেকে রক্ষা পাওয়া যাবে।    

পাংশা রেলওয়ে স্টেশনের আধুনিকায়নের কাজ শুরু
রাজবাড়ীতে চার দফা দাবীতে কলেজ শিক্ষকদের মানববন্ধন
কালুখালীতে কৃষক কদম হত্যার সাথে জড়িতদের শাস্তির দাবীতে মানববন্ধন
সর্বশেষ সংবাদ