ঢাকা বৃহস্পতিবার, মে ১৬, ২০২৪
বালিয়াকান্দির নারুয়াতে ‘মানবতার মাতৃসদন’ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন
  • তনু সিকদার সবুজ
  • ২০২০-০৭-০১ ১৬:৩৫:১০
বালিয়াকান্দি উপজেলার ‘মানবতার মাতৃসদন’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে গত ৩০শে জুন বিকালে নারুয়া ইউনিয়নের গড়াই নদীর তীরে বৃক্ষরোপণ কর্মসূচী উদ্বোধন করা হয় -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার ‘মানবতার মাতৃসদন’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে নারুয়া ইউনিয়নের গড়াই নদীর তীরে বৃক্ষরোপণ কর্মসূচী শুরু হয়েছে। গত ৩০শে জুন বিকালে এই বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করা হয়। 
  সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি শফিকুল ইসলাম শফিক বলেন, তারা ১হাজার বৃক্ষরোপণ করবেন। গড়াই নদীর পাড়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, পতিত জমি ও রাস্তার পাশে গাছের চারাগুলো রোপণ করা হবে। এভাবে বৃক্ষরোপণ করা হলে প্রাকৃতিক ভারসাম্য বজায় থাকবে এবং পরিবেশ দূষণ থেকে রক্ষা পাওয়া যাবে।    

গোয়ালন্দে চালককে হত্যা করে মোটর সাইকেল ছিনতাইকারী ৪জনের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড
বালিয়াকান্দি উপজেলায় ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ-মতবিনিময় সভা
গোয়ালন্দে সাংবাদিকদের সাথে উপজেলা  চেয়ারম্যান প্রার্থী মোস্তফা মুন্সীর মতবিনিময়
সর্বশেষ সংবাদ