কুয়াশার কারণে ২য় দিনের মতো দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের ফেরী চলাচল সাড়ে ৪ ঘণ্টা বন্ধ ছিল।
বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে দুর্ঘটনা এড়ানোর জন্য গত ২৩শে ডিসেম্বর দিবাগত রাত আড়াইটা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের ফেরী চলাচল বন্ধ করে দেয়া হয়। সাড়ে ৪ ঘণ্টা বন্ধ থাকার পর পরিস্থিতি স্বাভাবিক হলে গতকাল ২৪শে ডিসেম্বর সকাল ৭টা থেকে পুনরায় ফেরী সার্ভিস চালু করা হয়।
বরাবরের মতোই ফেরী চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া ঘাট থেকে মহাসড়কের কয়েক কিলোমিটার জুড়ে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাকসহ আটকে পড়া যানবাহনের দীর্ঘ সারির সৃষ্টি হয়। এতে শীতের মধ্যে যানবাহনগুলোর যাত্রী ও চালক-শ্রমিকদের ভোগান্তি পোহাতে হয়।