ঢাকা বৃহস্পতিবার, জানুয়ারী ২, ২০২৫
ফরিদপুরে শিক্ষক ও শিক্ষার্থীদের পরিবেশ অধিদপ্তরের শব্দ সচেতনতামূলক প্রশিক্ষণ
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-১২-২৯ ১৪:০৪:৪৫

“শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প”-এর আওতায় গতকাল ২৯শে ডিসেম্বর পরিবেশ অধিদপ্তর ফরিদপুর জেলা কার্যালয় ও ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের সহযোগিতায় শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে কলেজের অডিটোরিয়ামে ২টি প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

  প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার বক্তব্য রাখেন। প্রশিক্ষণ কর্মসূচিতে সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তর ফরিদপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক এ এইচ এম রাসেদ। প্রশিক্ষণ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড: প্রকৌঃ মোঃ মিজানুর রহমান ও বিভাগীয় প্রধান নন-টেক অধ্যাপক ফকীর মোহাম্মদ নুরুজ্জামান উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ কর্মসূচিতে মূল আলোচক হিসেবে সরকারী রাজেন্দ্র কলেজের সহযোগী অধ্যাপক রিজভী জামান এবং রিসোর্স পারসন হিসেবে পরিবেশ অধিদপ্তর ফরিদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মিতা রানী দাস ও পরিদর্শক জনাব মনিরুজ্জামান শেখ প্রশিক্ষণ প্রদান করেন।

  উল্লেখ্য, সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত শিক্ষার্থীদের ও দুপুর ২টা থেকে বিকাল ৫টা ঘটিকা পর্যন্ত শিক্ষকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

পদ্মা নদীর সুজানগরের অংশে অবৈধ বালু উত্তোলন বন্ধে মোবাইল কোর্টের অভিযান॥ড্রেজার মেশিন জব্দ
 জামায়াত-শিবির-বিএনপির তান্ডব বন্ধে সহযোগিতা কামনা করে জাতিসংঘ মহাসচিবকে স্মারকলিপি
মধুখালী উপজেলার পঞ্চপল্লীর  ঘটনাস্থল পরিদর্শনে দুই মন্ত্রী
সর্বশেষ সংবাদ