ঢাকা মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪
দৌলতদিয়া ঘাটে ফেরী পারের অপেক্ষায় শত শত যানবাহন
  • মইনুল হক মৃধা
  • ২০২১-১২-২৯ ১৪:১৪:৪৯
ফেরীর স্বল্পতা ও গাড়ীর অতিরিক্ত চাপে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যানজট অব্যাহত রয়েছে। ছবিটি গতকাল ২৯শে ডিসেম্বর সকালে তোলা -মাতৃকণ্ঠ।

ফেরীর স্বল্পতা ও গাড়ীর অতিরিক্ত চাপে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যানজট অব্যাহত রয়েছে। 

  গতকাল ২৯শে ডিসেম্বর সকালে সরেজমিনে ঘুরে দেখা গেছে, দৌলতদিয়া ঘাট থেকে মহাসড়কের কয়েক কিলোমিটার জুড়ে ৪শতাধিক পণ্যবাহী ট্রাক ও ২শতাধিক যাত্রীবাহী বাস আটকে রয়েছে। এতে আটকে থাকা যানবাহনগুলোর যাত্রী ও চালক-শ্রমিকদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। 

  ঝিনাইদহ থেকে ছেড়ে আসা ঢাকাগামী পণ্যবাহী একটি ট্রাকের চালক কামরুল ইসলাম বলেন, এই রুটে সারা বছরই আমাদেরকে দুর্ভোগ পোহাতে হয়। অতিরিক্ত অর্থ ব্যয় করতে হয়। দালালদের দৌরাত্ম্য সহ্য করতে হয়। এই দুর্ভোগের কথা কে না জানে। তারপরও আমাদের নিষ্কৃতি নেই।

  বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি)’র দৌলতদিয়া ঘাট কার্যালয়ের ব্যবস্থাপক শিহাব উদ্দিন জানান, বর্তমানে এই নৌরুটে ছোট-বড় মিলিয়ে ১৫টি ফেরী দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। তবে তা প্রয়োজনের তুলনায় কম। এ জন্য ঘাট এলাকায় গাড়ী যানজটের সৃষ্টি হচ্ছে। 

উজানচরে অবৈধ বালু উত্তোলন অভিযানে মেশিন-পাইপ ধ্বংস
পাংশার তারাপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ইমান আলী মাষ্টারের দাফন
পাংশায় আদিবাসীদের মন্দিরে হারমোনিয়াম দিলেন ইউএনও
সর্বশেষ সংবাদ