ঢাকা মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪
পাংশায় দু’দিন ব্যাপী মেলার উদ্বোধন
  • মোক্তার হোসেন
  • ২০২১-১২-২৯ ১৪:১৫:১৫

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা পরিষদ হলরুমে গতকাল ২৯শে ডিসেম্বর সকালে ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে দু’দিন ব্যাপী মেলার উদ্বোধন করা হয়েছে। 

  জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় পাংশা উপজেলা প্রশাসন এ কর্মসূচির আয়োজন করেছে।

  পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলীর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস, পাংশার এসিল্যান্ড নুজহাত তাসনীম আওন, পাংশা উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ প্রভাস চন্দ্র সেন ও পাংশা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ প্রমূখ বক্তব্য রাখেন। উপস্থাপনা করেন পাংশা উপজেলা যুব উন্নয়ন অফিসার শ্যামল কুমার বিশ্বাস।

  অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন। উদ্বোধন অনুষ্ঠানের আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টলে উদ্ভাবন প্রকল্প পরিদর্শন করেন। পরে মেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অংশগ্রহণে “স্মার্টফোনে আসক্তি, পড়াশোনার ক্ষতি” আলোচ্য বিষয়ে উপস্থিত বক্তব্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

  পাংশা সরকারী কলেজ, পাংশা জর্জ সরকারী উচ্চ বিদ্যালয়, কাজী আব্দুল মাজেদ একাডেমী, এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠ, পাংশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়, পাংশা শাহ জুই কামিল মাদ্রাসা, পাংশা সিদ্দিকীয়া ফাযিল মাদ্রাসা, আইডিয়াল গার্লস কলেজ ও হাবাসপুর কে.রাজ উচ্চ বিদ্যালয় উদ্ভাবন প্রকল্প নিয়ে মেলায় অংশগ্রহণ করেছে।

উজানচরে অবৈধ বালু উত্তোলন অভিযানে মেশিন-পাইপ ধ্বংস
পাংশার তারাপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ইমান আলী মাষ্টারের দাফন
পাংশায় আদিবাসীদের মন্দিরে হারমোনিয়াম দিলেন ইউএনও
সর্বশেষ সংবাদ