ঢাকা বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
দৌলতদিয়ায় আটক ৫ হেরোইনসেবীর ভ্রাম্যমাণ আদালতে ৩ মাস করে জেল
  • মইনুল হক মৃধা
  • ২০২২-০১-০১ ১৩:৫৭:১৫
গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পতিতাপল্লী সংলগ্ন পোড়াভিটা এলাকায় আটক ৫জন হেরোইনসেবীকে গতকাল ১লা জানুয়ারী ৩ মাস করে বিনাশ্রম জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পতিতাপল্লী সংলগ্ন পোড়াভিটা এলাকায় আটক ৫জন হেরোইনসেবীকে ৩ মাস করে বিনাশ্রম জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। 
  গতকাল ১লা জানুয়ারী দুপুরে গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের একটি টিম অভিযান চালিয়ে হেরোইন সেবনরত অবস্থায় তাদেরকে আটক করে। পরে সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে তাদেরকে ৩ মাস করে বিনাশ্রম জেল প্রদান করেন। প্রসিকিউশন প্রদান করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের পরিদর্শক দেওয়ান জিল্লুর রহমান। সাজাপ্রাপ্ত হেরোইনসেবীরা হলো- উত্তর দৌলতদিয়া গ্রামের লিয়াকত কাজীর ছেলে হেদায়েত কাজী(৩৫), বাহিরচর দৌলতদিয়া গ্রামের আলী নূর হোসেনের সাফায়াত হোসেন জয়(৩০), কুষ্টিয়ার দৌলতপুর থানাধীন চর খলসি গ্রামের বজর শেখের ছেলে ইমদাদুল শেখ ও বদর উদ্দিন শেখের ছেলে রফিকুল শেখ(৪৫) এবং ফরিদপুরের ঈশান গোপালপুরের আলী শেখের ছেলে ইমামুল শেখ(২১)। 

গোয়ালন্দে একই স্থানে বিএনপির দুই গ্রুপের জনসভার ডাক॥জনমনে উৎকণ্ঠা
 মাছপাড়ায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ফ্রি ব্লাড ক্যাম্পেইন
পাংশার মাছপাড়া ইউপিতে টিসিবি’র পণ্য বিক্রি
সর্বশেষ সংবাদ