ঢাকা বুধবার, মে ৮, ২০২৪
কালুখালীতে সিআইজি সমিতির মধ্যে সরকারী ভর্তুকির কৃষি যন্ত্র হস্তান্তর
  • মনির হোসেন
  • ২০২০-০৭-০২ ১৬:৪৪:১১
কালুখালী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে গতকাল ২রা জুলাই সকালে রতনদিয়া ইউনয়নের রূপসা গ্রামের সিআইজি সমিতির মধ্যে সরকারী ভর্তুকির ২টি কৃষি যন্ত্র হস্তান্তর করা হয় -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার কালুখালী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে রতনদিয়া ইউনয়নের রূপসা গ্রামের সিআইজি সমিতির মধ্যে সরকারী ভর্তুকির ২টি কৃষি যন্ত্র হস্তান্তর করা হয়েছে। 
  গতকাল ২রা জুলাই সকালে কালুখালী উপজেলা পরিষদ চত্বরে কৃষি যন্ত্র ২টি (১টি পাওয়ার টিলার ও ১টি সিডার মেশিন) হস্তান্তরকালে কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো, সহকারী কমিশনার(ভূমি) শেখ নুরুল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাছিদুর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল কাইয়ুম খান প্রমুখ উপস্থিত ছিলেন। 
  উল্লেখ্য, শর্তপূরণ সাপেক্ষে ১ লাখ ৬৭ হাজার টাকা প্রকল্পের সহায়তায় ৬৭% ভর্তুকির প্রণোদনায় এই পাওয়ার টিলার ও সিডার মেশিন প্রদান করা হয়েছে। 

পাংশা ও কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে আজ ভোট
পাংশা ও কালুখালীতে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটদের অবহিতকরণ সভা
জেলার শ্রেষ্ঠ ভান্ডারিয়া সিদ্দিকীয়া কামিল মাদাসা॥৫টি পুরস্কার লাভ
সর্বশেষ সংবাদ