বালিয়াকান্দি বাজার ঔষধ ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে করোনার ত্রাণ তহবিলে ১০ হাজার টাকা প্রদান করা হয়েছে। গতকাল ১০ই মে দুপুরে সমিতির নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে গিয়ে উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলামের কাছে এই অর্থ প্রদান করেন। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, উপজেলা ঔষধ ব্যবসায়ী সমিতির সভাপতি এস.এম দাউদ খান, বালিয়াকান্দি বাজার ঔষধ ব্যবসায়ী সমিতির সভাপতি রেজাউল আলম রিপন, সাধারণ সম্পাদক আবুল আহসান তপন, ঔষধ ব্যবসায়ী প্রণয় লাহিরী, শাহীনূর ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন ।