রাজবাড়ী ডিবি’র অভিযানে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পতিতাপল্লী থেকে ১০০ পিস ইয়াবাসহ বিক্রেতা লালন প্রামানিক (৩৫)গ্রেফতার হয়েছে।
গত ২৬শে জানুয়ারী রাত সাড়ে ১০টার দিকে রাজবাড়ী ডিবির একটি টিম দৌলতদিয়া পতিতাপল্লীতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত লালন প্রামানিক দৌলতদিয়া ইউনিয়নের নুরু মন্ডলের পাড়ার আক্কাছ প্রামানিকের ছেলে।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গতকাল ২৭শে জানুয়ারী তাকে আদালতে সোপর্দ করা হয়।