ঢাকা শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে জোড়া খুনের মামলার আসামী গ্রেফতার
  • স্টাফ রিপোর্টার
  • ২০২০-০৭-১৮ ১৪:৪৭:৩৭
র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের একটি দল গত ১৭ই জুলাই রাতে কুষ্টিয়া সদর থানাধীন আড়ুয়াপাড়া গ্রামে অভিযান চালিয়ে জোড়া খুনের মামলার অন্যতম আসামী পাপ্পু মন্ডলকে গ্রেফতার করেছে -মাতৃকণ্ঠ।

র‌্যাবের অভিযানে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পাহাড়পুর গ্রামের চাঞ্চল্যকর জোড়া খুনের মামলার অন্যতম আসামী পাপ্পু মন্ডল(২৭) গ্রেফতার হয়েছে। 
  গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ১৭ই জুলাই রাত সাড়ে ১০টার দিকে র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের একটি দল কুষ্টিয়া সদর থানাধীন আড়ুয়াপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত পাপ্পু মন্ডল পাহাড়পুর গ্রামের নয়ন মন্ডলের ছেলে। 
  র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার সজল কুমার সরকার জানান, গত ৩১শে মার্চ সন্ধ্যায় কুমারখালীর পাহাড়পুর দক্ষিণ পাড়া গ্রামে জোড়া খুনের ঘটনা ঘটে, যা স্থানীয়ভাবে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। গ্রেফতারকৃত পাপ্পু মন্ডল ওই ঘটনায় কুমারখালী থানায় দায়েরকৃত হত্যা মামলার এজাহারভূক্ত দুই নম্বর আসামী।   

 

পদ্মা নদীর সুজানগরের অংশে অবৈধ বালু উত্তোলন বন্ধে মোবাইল কোর্টের অভিযান॥ড্রেজার মেশিন জব্দ
 জামায়াত-শিবির-বিএনপির তান্ডব বন্ধে সহযোগিতা কামনা করে জাতিসংঘ মহাসচিবকে স্মারকলিপি
মধুখালী উপজেলার পঞ্চপল্লীর  ঘটনাস্থল পরিদর্শনে দুই মন্ত্রী
সর্বশেষ সংবাদ