ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ১৭, ২০২৫
জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষ্যে রাজবাড়ীতে আলোচনা সভা অনুষ্ঠিত
  • আসাদুজ্জামান নুর
  • ২০২২-০২-০২ ১৪:১৯:২০
৫ম জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষ্যে রাজবাড়ী গতকাল ২রা ফেব্রুয়ারী সকালে কালেক্টরেটের সম্মেলন কক্ষে আলোচনা সভায় জেলা প্রশাসক আবু কায়সার খান বক্তব্য রাখেন -মাতৃকণ্ঠ।

৫ম জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষ্যে রাজবাড়ী জেলা প্রশাসন ও জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে গতকাল ২রা ফেব্রুয়ারী সকালে কালেক্টরেটের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

  জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ মাহাবুর রহমান শেখের সঞ্চালনায় সভায় সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন, রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর দিলীপ কুমার কর, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মাঈন উদ্দিন চৌধুরী, গোয়েন্দা সংস্থা এনএসআই’র জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ শরিফুল ইসলাম, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি হেদায়েত আলী সোহ্রাব, এনজিও রাসের নির্বাহী পরিচালক লুৎফর রহমান লাবু,  হোটেল-রেঁস্তোরার সাধারণ সম্পাদক নূরুন্নবী বাবু, একাত্তর টিভির প্রতিনিধি মেহেদী হাসান, বিজয় টিভির প্রতিনিধি শেখ আলী আল মামুন ও দৈনিক মাতৃকণ্ঠের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান নুর প্রমুখ বক্তব্য রাখেন। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন করেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রফিকুল ইসলাম। এ সময় বিভিন্ন হোটেল-হোটেল রেঁস্তোরা ও বেকারীর মালিকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

  সভায় জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, সরকার নিরাপদ খাদ্য নিশ্চিত করার জন্য নিরাপদ খাদ্য অধিদপ্তর ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গঠন করেছে। এছাড়াও বিভিন্ন অধিদপ্তর ও সরকারী প্রতিষ্ঠান এ ব্যাপারে কাজ করছে। ভোক্তাদের নিজেদেরও সচেতন হতে হবে। স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণের ব্যাপারে সচেষ্ট হতে হবে। যতটা সম্ভব রং-রাসায়নিকযুক্ত, প্রক্রিয়াজাত খাবার পরিহার করতে হবে। খাদ্যের ভেজালের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। হোটেল-রেঁস্তোরা মালিকদের শুধু ব্যবসার কথা চিন্তা না করে জনগণের কথাও ভাবতে হবে। ভেজাল খাদ্য-পণ্য বিক্রি করলে আইনের আওতায় আনা হবে। ভেজাল খাদ্য-পণ্যের ব্যাপারে তথ্য পেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে। সবাই নিজ নিজ জায়গা থেকে সচেতন হতে হবে। 

রাজবাড়ীতে ডিসি’র সাথে সাবেক এমপি খৈয়মের আলোচনার পর অটো বাইকের পৌর পার্কিং ফি ১২ টাকা নির্ধারণ
রাজবাড়ীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা দেখতে বিপুল সংখ্যক দর্শক
রাজবাড়ীতে লোকজ মেলায় শুদ্ধ বাংলা সংগীত রক্ষা পরিষদকে ক্রেস্ট উপহার
সর্বশেষ সংবাদ