সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সালমা চৌধুরী রুমার উদ্যোগে গতকাল ২রা ফেব্রুয়ারী বিকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের টি.আর প্রকল্পের বরাদ্দ থেকে প্রাপ্ত ১৪টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সংসদ সদস্য সালমা চৌধুরী রুমার পক্ষে উপজেলা নির্বাহী অফিসার মার্জিয়া সুলতানা গ্রামীণ অসহায় নারীদের মধ্যে সেলাই মেশিনগুলো বিতরণ করেন।
এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিজয় কুমার প্রামানিক, সংসদ সদস্য সালমা চৌধুরী রুমার ব্যক্তিগত সহকারী সুজন চৌধুরী, ভাতিজা শামীম চৌধুরী, কর্মী ফারুক আহম্মেদ, রাসেল মোল্লা ও পলাশ খান প্রমুখ উপস্থিত ছিলেন।
দুস্থ-অসহায় নারীরা সেলাই মেশিনগুলো পেয়ে সংসদ সদস্য সালমা চৌধুরী রুমা ও প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এর ফলে আমাদের আয়ের একটা পথ বের হলো। সেই সাথে নিজেদের প্রয়োজনীয় চাহিদাগুলোও আমরা পূরণ করতে পারবো।
সংসদ সদস্য সালমা চৌধুরী রুমার ব্যক্তিগত সহকারী সুজন চৌধুরী বলেন, গ্রামীণ অসহায় নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে সংসদ সদস্য সালমা চৌধুরী রুমার অনুকূলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের টি.আর প্রকল্পের বরাদ্দ থেকে প্রাপ্ত সেলাই মেশিনগুলো বিতরণ করা হলো।