জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ‘মুজিব বর্ষ’ উপলক্ষে রাজবাড়ীর পাংশা উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচী গ্রহণ করা হয়েছে।
গতকাল ১৯শে জুলাই দুপুরে পাংশা উপজেলা পরিষদ চত্ত্বরে এই বৃক্ষ রোপণ কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলাম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাহনাজ পারভীনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উদ্বোধন অনুষ্ঠান শেষে উপস্থিত আনসার ও ভিডিপি সদস্যদের মধ্যে রোপণ করার জন্য ২০০টি ফলজ ও ঔষধী গাছের চারা বিতরণ করা হয়।