ঢাকা সোমবার, ডিসেম্বর ৩০, ২০২৪
নিউজার্সিতে আওয়ামী লীগ নেতা খোকার স্মরণে শোক সভা
  • যুক্তরাষ্ট্রের নিউজার্সি থেকে বিশ্বজিৎ দে বাবলু
  • ২০২২-০২-২০ ১৬:৫৯:৫৭

যুক্তরাষ্ট্রের নিউজার্সি স্টেট আওয়ামী লীগের আয়োজনে স্টেট আওয়ামী লীগের সদ্য প্রয়াত কার্যনির্বাহী পরিষদের সদস্য এনায়েত করিম খোকা’র স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
  গত ১৯ ফেব্রুয়ারী রাতে প্যাটারসন সিটির বেঙ্গল ইন্সুরেন্সের হল রুমে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন নিউজার্সি স্টেট আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল করিম চৌধুরী। 
  নিউজার্সি স্টেট আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাংবাদিক  বিশ্বজিৎ দে বাবলু’র পরিচালনায় সভায় অতিথি হিসাবে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম উপদেষ্ঠা মোশারফ আলম, নিউজার্সি স্টেট আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা ফয়জুর রহমান ফটিক, নিউজার্সি স্টেট আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের সহ-সভাপতি এম এ হামিদ, সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কাসেম মোহাম্মদ আনোয়ার সাদাত, হাফেজ মোহাম্মদ আলাউদ্দীন, যুগ্নসাধারণ সম্পাদক রকিবুল হাছান রিপন, আব্দুল মুকিত, এডভোকেট মাহফুজুর রহমান রুমন, সাংগঠনিক সম্পাদক সাদিক রহমান, সাবেক ইউপি চেয়াম্যান, জায়েদুল ইসলাম চৌধুরী, হেলাল আহমেদ, দপ্তর সম্পাদক রাসেল মাহমুদ, আইন বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও প্যাটারসন সিটি কমিশনার ইমরান হোসাইন, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক হাজী মশাইদ আলী, কোষাধক্ষ্য শাহজান হান্নান সাজু, নিউজার্সি স্টেট আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের সদস্য মোনোয়ার হোসেন মনু, আখলাকুল আম্বিয়া, মাহমুদ চৌধুরী, নাহিদ আহমেদ চৌধুরী, এইচ সাহেদ আহমেদ ও জামাল উদ্দীন চৌধুরী প্রমুখ।
  সভায় বক্তারা তাদের বক্তব্যে বলেন এনায়েত করিম খোকার মৃত্যুতে আওয়ামী লীগ একজন ত্যাগী নেতাকে হারালো। তিনি ছিলেন একজন দক্ষ সংগঠক, নিউজার্সি স্টেট আওয়ামী লীগের দুঃসময়ের কান্ডারী। খোকার মৃত্যুতে নিউজার্সির রাজনৈতিক অঙ্গনের অপূরণীয় ক্ষতি হলো। 
  দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ মোহাম্মদ আলাউদ্দিন। শোক সভা ও দোয়া মাহফিলে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী উপস্থিতি ছিলেন।

সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে আরটিভি’র জন্মদিন পালিত
 কাতারে বাংলাদেশী মালিকানাধীন সামিয়া রেস্টুরেন্টের দ্বিতীয় ব্রাঞ্চের শুভ উদ্বোধন
যুক্তরাজ্যে বিএনপির সাবেক সভাপতি মাহিদুর রহমানের সাথে দলীয় নেতাকর্মীদের মতবিনিময়
সর্বশেষ সংবাদ