ঢাকা বুধবার, মে ৮, ২০২৪
রাজবাড়ীতে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু বিষয়ক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
  • রফিকুল ইসলাম
  • ২০২২-০৩-০২ ১৪:০৮:৪৪

মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে রাজবাড়ী সদর উপজেলা পরিষদ ও প্রশাসনের আয়োজনে গতকাল ২রা মার্চ দুপুরে উপজেলা পরিষদের হলরুমে মুক্তিযুদ্ধের চেতনা, স্মৃতিচারণ ও বীরত্বগাঁথা ‘মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান’ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  
  রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার মার্জিয়া সুলতানার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ ইমদাদুল হক বিশ্বাস, বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রকিবুল হাসান পিয়াল, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম, সহকারী কমিশনার(ভূমি) উম্মে সালমা, রাজবাড়ী থানার ওসি মোহাম্মদ সাহাদাত হোসেন, অন্যান্যের মধ্যে জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ও খানখানাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রেজাউল করিম লাল, যুদ্ধকালীন কমান্ডার আবুল হাশেম বাকাউল, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল জলিল, বীর মুক্তিযোদ্ধা আহসান মোল্লা, শহীদওহাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ ভুঁইয়া, বীর মুক্তিযোদ্ধা আবু তালেব, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মূলঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ওয়াহিদুজ্জামান ওহিদ প্রমুখ বক্তব্য রাখেন। বক্তাগণ মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও বীরত্বগাঁথা ‘মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান’ সম্পর্কে আলোকপাত করেন। 
  আলোচনা পর্বের শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় বীর মুক্তিযোদ্ধাগণ, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

পাংশা ও কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে আজ ভোট
পাংশা ও কালুখালীতে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটদের অবহিতকরণ সভা
জেলার শ্রেষ্ঠ ভান্ডারিয়া সিদ্দিকীয়া কামিল মাদাসা॥৫টি পুরস্কার লাভ
সর্বশেষ সংবাদ