ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
গড়াই নদীর ভাঙ্গন রোধের দাবীতে বালিয়াকান্দির নারুয়ায় মানববন্ধন
  • দেবাশীষ বিশ্বাস
  • ২০২০-০৭-২২ ১৫:৩৯:২৩
গড়াই নদীর ভাঙ্গন রোধে ব্যবস্থা গ্রহণের দাবীতে গতকাল ২২শে জুলাই বালিয়াকান্দি উপজেলার নারুয়া গ্রামের গড়াই নদীর তীরে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে -মাতৃকণ্ঠ।

গড়াই নদীর ভাঙ্গন রোধে ব্যবস্থা গ্রহণের দাবীতে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নারুয়ায় মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
  স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে গতকাল ২২শে জুলাই দুপুরে নারুয়া গ্রামের গড়াই নদীর তীরে এই মানববন্ধন কর্মসূচীর আয়োজন করা হয়। মানববন্ধন চলাকালে নারুয়া ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের সদস্য আবু সাঈদ মোল্লা, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি হাসেম আলী শেখ, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাশেম আলী মোল্লা, ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শেখ মহিদুল ইসলাম মুহিত প্রমুখ বক্তব্য রাখেন। 
  বক্তাগণ বলেন, গড়াই নদীতে পানি বৃদ্ধির সাথে সাথে পাল্লা দিয়ে ভাঙ্গনও শুরু হয়েছে। নদীর পানি হ্রাস পাওয়ার সময় ভাঙ্গনের তীব্রতা আরও ভয়াবহ হবে। গত কয়েক বছর ধরে গড়াই নদীর ভাঙ্গনে শত শত বসত বাড়ী, ফসলী জমি, রাস্তাঘাট ও অন্যান্য স্থাপনা নদীগর্ভে বিলীন হলেও পানি উন্নয়ন বোর্ড কোন কার্যকর ব্যবস্থা গ্রহণ করছে না। এ অবস্থায় তারা গড়াই নদীর ভাঙ্গন রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবী জানান। 

পাংশা রেলওয়ে স্টেশনের আধুনিকায়নের কাজ শুরু
রাজবাড়ীতে চার দফা দাবীতে কলেজ শিক্ষকদের মানববন্ধন
কালুখালীতে কৃষক কদম হত্যার সাথে জড়িতদের শাস্তির দাবীতে মানববন্ধন
সর্বশেষ সংবাদ