ফেরী ও ঘাট স্বল্পতাসহ নানা কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের যানবাহন পারাপার ব্যাহত হচ্ছে। এতে এই নৌরুটের উভয় প্রান্তেই ব্যাপক যানজট হচ্ছে।
গতকাল ২২শে মার্চ সকালে সরেজমিনে ঘুরে দৌলতদিয়া ঘাট থেকে গোয়ালন্দ বাসস্ট্যান্ড পর্যন্ত মহাসড়কের প্রায় ৫কিলোমিটার জুড়ে আটকে থাকা ৬/৭ শত যানবাহনের দীর্ঘ সিরিয়াল দেখা গেছে। এর অধিকাংশই পণ্যবাহী ট্রাক ও কভার্ড ভ্যান। দীর্ঘ সময় আটকে থাকায় এসব যানবাহনের চালক-শ্রমিকদের ভোগান্তি পোহাতে হচ্ছে।
বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাট কার্যালয়ের ব্যবস্থাপক(বাণিজ্য) প্রফুল্ল চৌহান জানান, বর্তমানে এই রুটের ফেরী চলাচল স্বাভাবিকই রয়েছে। ২০টি ফেরী দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। তারপরও পণ্যবাহী ট্রাকের বাড়তি চাপ থাকায় যানজটের সৃষ্টি হচ্ছে।