ঢাকা শুক্রবার, মার্চ ১৪, ২০২৫
গোয়ালন্দে ফ্যামিলি কার্ডধারীদের মধ্যে প্রথম দফার টিসিবি’র পণ্য বিক্রির কার্যক্রম সমাপ্ত
  • মইনুল হক মৃধা
  • ২০২২-০৩-২৪ ১৪:১৫:৪০
গোয়ালন্দ উপজেলার ৯ হাজার ৭৫৪টি পরিবারের মধ্যে প্রথম দফার টিসিবি’র পণ্য বিক্রির কার্যক্রম গতকাল ২৪শে মার্চ সমাপ্ত হয়েছে -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় ফ্যামিলি কার্ডধারীদের মধ্যে প্রথম দফার টিসিবি’র পণ্য বিক্রির কার্যক্রম গতকাল ২৪শে মার্চ সমাপ্ত হয়েছে। এ সময় সাশ্রয়ী মূল্যে নিত্য প্রয়োজনীয় ৩টি পণ্য কিনতে পেরে নিম্ন আয়ের মানুষেরা খুশি। 

  জানা গেছে, গোয়ালন্দ উপজেলার ৯ হাজার ৭৫৪টি পরিবারকে ফ্যামিলি কার্ড দেয়া হয়। গত ২০শে মার্চ থেকে শুরু হয় পণ্য বিক্রির কার্যক্রম। 

  এর মধ্যে গোয়ালন্দ পৌরসভার ৩টি স্থানে ১ হাজার ৮২৩ জন, ২১শে মার্চ উজানচর ইউনিয়নের ২ হাজার ১৫০ জন, ২২শে মার্চ ছোট ভাকলা ইউনিয়নের ১ হাজার ৪১০ জন, ২৩শে মার্ট দেবগ্রাম ইউনিয়নের ১ হাজার ৮৪১ জন এবং গতকাল ২৪শে মার্চ দৌলতদিয়া ইউনিয়নের ২ হাজার ৪৫০ জন কার্ডধারী পণ্য ক্রয় করেন। প্রথম দফায় ৪৬০ টাকার প্যাকেজে ২ লিটার করে বোতলজাত সয়াবিন তেল, ২ কেজি করে চিনি ও ২ কেজি করে মসুর ডাল দেয়া হয়। 

  গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোস্তফা মুন্সী, উপজেলা নির্বাহী অফিসার আজিজুল হক, গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল এবং ইউপি চেয়ারম্যানগণসহ সংশ্লিষ্টদের আন্তরিক সহায়তায় সুষ্ঠুভাবে প্রথম দফার পণ্য বিক্রয় কার্যক্রম সম্পন্ন হয়। 

  গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার আজিজুল হক বলেন, রমজান মাসকে সামনে রেখে সারা দেশের ১ কোটি নিম্ন আয়ের পরিবারকে সাশ্রয়ী মূল্যে টিসিবি’র পণ্য দেয়ার উদ্যোগটি নিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। গোয়ালন্দ উপজেলাতে সুষ্ঠুভাবে এই কার্যক্রম সম্পন্ন হয়েছে। টিসিবির এই পণ্য নিয়ে কেউ কোন অভিযোগ করেনি। 

  উল্লেখ্য, ফ্যামিলি কার্ডধারীরা দ্বিতীয় দফায় ৫৬০ টাকার প্যাকেজে ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি চিনি, ২ কেজি মসুর ডাল ও ২ কেজি করে ছোলা কিনতে পারবেন।  

গোয়ালন্দে পদ্মা থেকে অবৈধভাবে কোটি কোটি টাকার বালু উত্তোলন॥প্রশাসন নীরব
 পাংশা উপজেলা প্রশাসনের পৃথক তিনটি সভা অনুষ্ঠিত
কালুখালীতে নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন
সর্বশেষ সংবাদ