ঢাকা শুক্রবার, মার্চ ১৪, ২০২৫
কালুখালীতে আর্থিক প্রতিষ্ঠানের নিরাপত্তা বিষয়ে মতবিনিময় সভা
  • রাকিবুল ইসলাম
  • ২০২২-০৩-২৪ ১৪:১৬:১৫
কালুখালী থানায় গতকাল ২৪শে মার্চ আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে পুলিশের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভায় সিনিয়র সহকারী পুলিশ সুপার(পাংশা সার্কেল) সুমন কুমার সাহা বক্তব্য রাখেন -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার কালুখালীতে আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে পুলিশের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা গতকাল ২৪শে মার্চ বেলা ১১টায় থানার ওসি’র অফিস কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
  মতবিনিময় সভা সিনিয়র সহকারী পুলিশ সুপার(পাংশা সার্কেল) সুমন কুমার সাহা আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন, নিরাপত্তার স্বার্থে সবাইকে সরকারী বিধি-নিষেধ মেনে চলতে হবে। আর্থিক প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম সিসি ক্যামেরার আওতায় আনতে হবে। সন্দেহযুক্ত লেনদেন মনে হলে পুলিশকে খবর দিতে হবে।
  কালুখালী থানার ওসি নাজমুল হাসান বলেন, সম্মিলিত প্রচেষ্টাতেই কেবল অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব। সামনে রমজান মাস আসছে। তারপর পবিত্র ঈদ-উল ফিতর। ঈদকে সামনে রেখে অপরাধী চক্রের সদস্যরা বিভিন্নভাবে প্রতারণা করতে পারে। এ ব্যাপারে সকলকে সচেতন থাকতে হবে। 
  মতবিনিময় সভায় বিভিন্ন ব্যাংক, জুয়েলারী ব্যবসায়ী, ফিলিং স্টেশনের প্রতিনিধি ও মোবাইল ব্যাংকিং ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

 

গোয়ালন্দে পদ্মা থেকে অবৈধভাবে কোটি কোটি টাকার বালু উত্তোলন॥প্রশাসন নীরব
 পাংশা উপজেলা প্রশাসনের পৃথক তিনটি সভা অনুষ্ঠিত
কালুখালীতে নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন
সর্বশেষ সংবাদ