ঢাকা শুক্রবার, অক্টোবর ১৮, ২০২৪
ভ্রাম্যমাণ আদালতে পাংশার দুইটি ভেজাল গুড় কারখানাকে জরিমানা
  • শামীম হোসেন
  • ২০২২-০৩-২৯ ১৪:৪৮:৪৫

ভ্রাম্যমাণ আদালতে রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রঘুনন্দনপুর ও ডাঙ্গীপাড়া গ্রামের ২টি ভেজাল গুড়ের কারখানাকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 
 গতকাল ২৯শে মার্চ দুপুর পাংশা উপজেলার সহকারী কমিশনার(ভূমি) ও ম্যাজিস্ট্রেট নুজহাত তাসনীম আওন এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। 
 এ সময় অনুমোদন বিহীন কেমিক্যাল, রং ও অন্যান্য ভেজাল উপাদান ব্যবহারসহ অস্বাস্থ্যকর পরিবেশে গুড় প্রস্তুত ও সংরক্ষণ করার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় রঘুনন্দনপুর গ্রামের দিলীপ ট্রেডার্সকে ৫০ হাজার টাকা এবং ডাঙ্গীপাড়া গ্রামের ভাই ভাই ট্রেডার্সকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাংশা থানা পুলিশের একটি টিম ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে।   

 

গোয়ালন্দে প্রবাসী সবুজ হত্যার সাথে জড়িতদের ফাঁসির দাবীতে মানববন্ধন
গোয়ালন্দে সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামী গ্রেপ্তার
 কালুখালীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ১০হাজার টাকা জরিমানা
সর্বশেষ সংবাদ