পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালতে মাদারীপুর সদর উপজেলার ১১টি ইট ভাটাকে ১৬ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল ৩০শে মার্চ পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তারের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন(নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন ২০১৯ লঙ্ঘনের দায়ে ১১টি ইট ভাটাকে ১৬ লক্ষ টাকা জরিমানা এবং ১টি ইট ভাটা এস্কেভেটর মেশিন দিয়ে ভেঙ্গে দেয়াসহ প্রস্তুতকৃত কাঁচা ইট ধ্বংস করা হয়।
পরিবেশ অধিদপ্তরের ফরিদপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক এএইচএম রাসেদ, সহকারী পরিচালক মিতা রাণী দাস ও মাহফুজুর রহমান, পরিদর্শক জাহিদ হাসান এবং পুলিশ, ব্যাটালিয়ন আনসার ও ফায়ার সার্ভিসের সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।