মিশরের রাজধানী কায়রোর একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে গত ২১শে জুলাই স্থানীয় পুলিশ আমেরিকা প্রবাসী ফাতেমা খান খুকি(৪৪) নামে এক বাংলাদেশী বিউটিশিয়ানের লাশ উদ্ধার করেছে।
তিনি ৫দিন আগে যুক্তরাষ্ট্রের নিউজার্সি থেকে দেশটিতে ভ্রমণে গিয়েছিলেন। ঘটনার পর কায়রোয় অবস্থিত মার্কিন দূতাবাস থেকে খুকি’র বোনকে টেলিফোন করে তার মৃত্যুর খবর জানানো হয়। স্থানীয় পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে। এখন পর্যন্ত তারা মৃত্যুর কারণ জানা যায়নি।
এছাড়া তিনি কেন মিশরে গিয়ে ছিলেন, কারো সাথে গিয়েছিলেন কিনা সেসবসহ পুরো বিষয়টিই এখনো রহস্যাবৃত রয়েছে।