ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ১৭, ২০২৫
মিশরের হোটেল থেকে আমেরিকা প্রবাসী বাংলাদেশী বিউটিশিয়ান খুকির লাশ উদ্ধার
  • নিউজার্সি থেকে বিশ্বজিৎ দে বাবলু
  • ২০২০-০৭-২৩ ১৪:৪৮:৩৩
আমেরিকা প্রবাসী ফাতেমা খান খুকি।

মিশরের রাজধানী কায়রোর একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে গত ২১শে জুলাই স্থানীয় পুলিশ আমেরিকা প্রবাসী ফাতেমা খান খুকি(৪৪) নামে এক বাংলাদেশী বিউটিশিয়ানের লাশ উদ্ধার করেছে। 
  তিনি ৫দিন আগে যুক্তরাষ্ট্রের নিউজার্সি থেকে দেশটিতে ভ্রমণে গিয়েছিলেন। ঘটনার পর কায়রোয় অবস্থিত মার্কিন দূতাবাস থেকে খুকি’র বোনকে টেলিফোন করে তার মৃত্যুর খবর জানানো হয়। স্থানীয় পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে। এখন পর্যন্ত তারা মৃত্যুর কারণ জানা যায়নি। 
  এছাড়া তিনি কেন মিশরে গিয়ে ছিলেন, কারো সাথে গিয়েছিলেন কিনা সেসবসহ পুরো বিষয়টিই এখনো রহস্যাবৃত রয়েছে। 

দুবাইয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ কনস্যুলেটে বৈশাখী উৎসব উদযাপন
ইউ.এ.ই যুবদল কেন্দ্রীয় কমিটির উদ্যাগে  মহান স্বাধীনতা দিবস এবং ঈদ পুনর্মিলনী
 আমিরাতে বিগ টিকেটে বাংলাদেশী জাহাঙ্গীর জিতলেন ৬৭ কোটি টাকা
সর্বশেষ সংবাদ