চিরতরে না ফেরার দেশে চলে গেলেন ‘গরীবের ডাক্তার’ হিসেবে খ্যাত রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জনপ্রিয় পল্লী চিকিৎসক নজরুল ইসলাম ওরফে রবি ডাক্তার(৬২)।
গতকাল ২৪শে জুলাই ভোর রাতে তিনি বালিয়াকান্দি সদর ইউনিয়নের পাইককান্দি গ্রামের নিজ বাড়ীতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘ দিন ধরে ক্যান্সারে ভুগছিলেন এবং ঢাকার সিএমএইচ ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন। বিকালে(বাদ আসর) পাইককান্দি ঈদগাঁহ ময়দানে জানাযার নামাজ শেষে তার মরদেহ পাইককান্দি কবরস্থানে দাফন করা হয়।
উল্লেখ্য, জনপ্রিয় পল্লী চিকিৎসক নজরুল ইসলাম ওরফে রবি ডাক্তার অনেক দরিদ্র মানুষকে ফ্রি চিকিৎসা সেবা দিয়েছেন। রোগীদের প্রতি আন্তরিকতা, ভালোবাসা ও চিকিৎসা সেবার জন্য মানুষ তাকে মনে রাখবে।