রাজবাড়ী জেলার পাংশার সিরাজপুর হাওর থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে সিরাজুল ইসলাম(৬০) নামে এক ব্যক্তিকে ১লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
গত ২৩শে এপ্রিল বিকালে পাংশা উপজেলার সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুজহাত তাসনীম আওনের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযানকালে পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের দেওবাড়ী আশ্রয়ণ প্রকল্প সংলগ্ন সিরাজপুর হাওর থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের সংশ্লিষ্ট ধারায় সিরাজুল ইসলামকে এই জরিমানা করা হয়। পাংশা থানা পুলিশের একটি টিম অভিযানে সহযোগিতা করে।