ঢাকা রবিবার, মে ১৯, ২০২৪
বালিয়াকান্দিতে ২টি প্রদর্শনীর মৎস্য খামারীদের মধ্যে উপকরণ বিতরণ
  • তনু সিকদার সবুজ
  • ২০২০-০৭-২৬ ১৪:৫২:৪০
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বালিয়াকান্দি উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে গতকাল ২৬শে জুলাই মরা চন্দনা নদীর খননকৃত জলাশয়ের ২টি প্রদর্শনীর সুফলভোগী খামারীদের মধ্যে উপকরণ বিতরণ করা হয় -মাতৃকণ্ঠ।

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে গতকাল ২৬শে জুলাই দুপুরে উপজেলা পরিষদ চত্বরে মরা চন্দনা নদীর খননকৃত জলাশয়ের ২টি প্রদর্শনীর সুফলভোগী খামারীদের মধ্যে উপকরণ(১টন পিলেট কার্প মাছের খাদ্য) বিতরণ করা হয়।
  এ সময় বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল, বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নায়েব আলী শেখ, রাজবাড়ী সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ রোকনুজ্জামান, বালিয়াকান্দি উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোঃ শাহাদত ইসলাম, সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ রবিউল হক, ক্ষেত্র সহকারী রাওফুর মোরসালিন, ইমরান মোল্লা ও ইতি খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।

মেলার লটারিতে মোটর সাইকেল পেল মা; কপাল পুড়ল মেয়ের!
দৌলতদিয়া ঘাটে উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোস্তফা মুন্সীর পথসভা অনুষ্ঠিত
দক্ষিণবাড়ী গ্রামে আনারসের সমর্থকের মাথা ফাটালো প্রতিপক্ষের সমর্থকেরা
সর্বশেষ সংবাদ