রাজবাড়ী জেলার বালিয়াকান্দি মহাশ্মশান ও কেন্দ্রীয় মন্দিরে ৩২ প্রহরব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান শুরু হয়েছে। গত ৬ই মে ভোরে শুরু হওয়া এই মহানাম যজ্ঞানুষ্ঠান আগামী ১০ই মে ভোরে মহাপ্রভুর ভোগের মাধ্যমে সমাপ্ত হবে।
কীর্তন পরিবেশনায় রয়েছে রাজবাড়ী জেলার অদ্বৈত, শিব মন্দির, খুলনার শ্রীকৃষ্ণ ভক্ত, ফরিদপুরের জয়গুরু সনাতন, মাগুরার শ্যামা পূজাও গোপালগঞ্জের প্রভু প্রিয়া সম্প্রদায়। এর আগে গত ২রা বালিয়াকান্দি মহাশ্মশান ও কেন্দ্রীয় মন্দিরে শ্রীমদ্ভাগবদগীতা পাঠের আসর এবং ৩রা মে কালী পূজা অনুষ্ঠিত হয়।