ঢাকা শুক্রবার, মে ৯, ২০২৫
পাংশার কলিমহরে গুলিবিদ্ধ গোপাল বিশ্বাসের মৃত্যু
  • শামীম হোসেন
  • ২০২২-০৫-০৭ ১৫:০৩:৩৩

রাজবাড়ী জেলার পাংশায় দুর্বৃত্তদের গুলিতে আহত করাতি(গাছ কাটা শ্রমিক) গোপাল বিশ্বাস(৩৫) মারা গেছে। 

  গতকাল ৭ই মে বিকালে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গোপাল বিশ্বাস পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের হোসেনডাঙ্গা গ্রামের বাদল বিশ্বাসের ছেলে। 

  গত ৫ই মে সন্ধ্যায় একই ইউনিয়নের বনগ্রাম শ্মশান ঘাট এলাকায় দুর্বৃত্তরা গোপাল বিশ্বাসকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হলে তাকে প্রথমে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। 

  পাংশা থানার ওসি মাসুদুর রহমান জানান, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। মামলা রুজু হওয়ার পর বিস্তারিত জানানো হবে। 

পাংশার পাট্টায় কৃষক রাশেদুল হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন
গোয়ালন্দ মোড়ে মোবাইল কোর্টে দুই হোটেল মালিককে জরিমানা
গোয়ালন্দে বিনামূল্যে চিকিৎসা সেবা॥ঔষুধ ও চশমা বিতরণ
সর্বশেষ সংবাদ