রাজবাড়ী জেলার পাংশায় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট(ব্রি)’র উদ্ভাবিত বঙ্গবন্ধু ১০০ জাতের ধান চাষে লাভবান হওয়ার আশা করছে কৃষকরা।
পাংশা উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এবারই প্রথম পাংশা উপজেলায় পরীক্ষামূলকভাবে দেড় একর জমিতে এই ধান চাষ করা হয়েছে। হেক্টর প্রতি জমির ফলন হয়েছে ৬.৬৬ টন। তবে পানির সমস্যা না থাকলে ফলন আরও বেশী হতো।
পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়নের বাবুপাড়া গ্রামের কৃষক ইসলাম শেখ বলেন, এই ধানের আবাদে সার, সেচ ও কীটনাশক খরচ তুলনামূলক কম। ধান অনেক সরু। খেতেও সুস্বাদু। তাই বাজারে এই ধানের চাহিদা বেশী। আগাম জাতের এই ধান চাষ করে আমি অনেক খুশি।
পাংশা উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ বলেন, প্রচলিত ধানে সাধারণত কার্যকরী কুশি থাকে ১৮টি। কিন্তু বঙ্গবন্ধু ১০০ ধানে কার্যকরী কুশির সংখ্যা ৩০টি। এ কারণে এ ধানের ফলন বেশী। এ ধানের আবাদ করে কৃষকরা বীজও সংরক্ষণ করতে পারবে। এ জন্য এই জাতের ধান চাষে কৃষকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে।