ঢাকা সোমবার, সেপ্টেম্বর ১৬, ২০২৪
ওয়াশিংটন ডিসিস্থ বাংলাদেশের দূতাবাসে মা দিবস উদযাপন
  • স্টাফ রিপোর্টার
  • ২০২২-০৫-১০ ১৪:১৮:১৩

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিস্থ বাংলাদেশের দূতাবাসে বিশ্ব মা দিবস উদযাপন করা হয়েছে। 
  এ উপলক্ষ্যে গত ৮ই মে বিকালে দূতাবাসের বঙ্গবন্ধু মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। 
  আলোচনায় অংশ নিয়ে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ সহিদুল ইসলাম বলেন, মায়েরা তাদের সকল দুঃখ-বেদনা ভুলে পরিবারের পাশাপাশি একটি আলোকিত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের সমাজ ও জাতির জন্য অসামান্য অবদান ও ত্যাগ মানুষ চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তিনি স্বাধীনতা সংগ্রামসহ সকল গণতান্ত্রিক আন্দোলনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনুপ্রেরণার উৎস ছিলেন। 
  দূতাবাসের মিনিস্টার(কনস্যুলেট) ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাবিবুর রহমানের সহধর্মিনী রোকেয়া আক্তার কাকলীসহ অন্যান্যরাও আলোচনায় অংশ নেন। পরে বঙ্গমাতার জীবন ও কর্মের ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

 

রাজবাড়ী জেলাবাসীর প্রতি ফ্রান্স প্রবাসী আশরাফুল ইসলামের আহবান-
পবিত্র হজ্ব পালনে সস্ত্রীক মক্কায় অবস্থান করছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা সোলায়মান আলী
সোলায়মান আলী যুক্তরাষ্ট্র আ’লীগের সহ-সভাপতি নির্বাচিত
সর্বশেষ সংবাদ