আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদে সরকারী বরাদ্দের বিশেষ ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে।
গতকাল ২৭শে জুলাই সকালে বালিয়াকান্দি সদর, জামালপুর, নারুয়া, নবাবপুর, বহরপুর ও ইসলামপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই চাল বিতরণ করা হয়।
এর মধ্যে বালিয়াকান্দি সদর ও জামালপুর ইউনিয়ন পরিষদে উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম এই চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাসরিন সুলতানা এবং ট্যাগ অফিসারগণসহ সংশ্লিষ্ট ইউপির চেয়ারম্যান, সচিব, ওয়ার্ড সদস্যগণ উপস্থিত ছিলেন।
বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম জানান, আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে উপজেলার ৭টি ইউনিয়নের মোট ১৪ হাজার ৩শত পরিবারের মধ্যে সরকারী বরাদ্দের বিশেষ ভিজিএফের চাল বিতরণ করা হচ্ছে। জঙ্গল ইউনিয়ন পরিষদের মঙ্গলবার এই চাল বিতরণ করা হবে।