ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে বালিয়াকান্দির ৬টি ইউনিয়নে বিশেষ ভিজিএফ চাল বিতরণ
  • তনু সিকদার সবুজ
  • ২০২০-০৭-২৭ ১৫:১১:৫৬
আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে বালিয়াকান্দি উপজেলায় গতকাল ২৭শে জুলাই সকালে বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ভিজিএফ চাল বিতরণ করা হয় -মাতৃকণ্ঠ।

আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদে সরকারী বরাদ্দের বিশেষ ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে।
  গতকাল ২৭শে জুলাই সকালে বালিয়াকান্দি সদর, জামালপুর, নারুয়া, নবাবপুর, বহরপুর ও ইসলামপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই চাল বিতরণ করা হয়। 
  এর মধ্যে বালিয়াকান্দি সদর ও জামালপুর ইউনিয়ন পরিষদে উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম এই চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাসরিন সুলতানা এবং ট্যাগ অফিসারগণসহ সংশ্লিষ্ট ইউপির চেয়ারম্যান, সচিব, ওয়ার্ড সদস্যগণ উপস্থিত ছিলেন।
  বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম জানান, আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে উপজেলার ৭টি ইউনিয়নের মোট ১৪ হাজার ৩শত পরিবারের মধ্যে সরকারী বরাদ্দের বিশেষ ভিজিএফের চাল বিতরণ করা হচ্ছে। জঙ্গল ইউনিয়ন পরিষদের মঙ্গলবার এই চাল বিতরণ করা হবে।

পাংশা রেলওয়ে স্টেশনের আধুনিকায়নের কাজ শুরু
রাজবাড়ীতে চার দফা দাবীতে কলেজ শিক্ষকদের মানববন্ধন
কালুখালীতে কৃষক কদম হত্যার সাথে জড়িতদের শাস্তির দাবীতে মানববন্ধন
সর্বশেষ সংবাদ