ঢাকা বৃহস্পতিবার, মে ১৬, ২০২৪
কালুখালীর রতনদিয়া ইউনিয়নের বন্যা দুর্গত ৮শ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ
  • মনির হোসেন
  • ২০২০-০৭-২৭ ১৫:২০:৩৬
কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নে গতকাল ২৭শে জুলাই বন্যা কবলিত ৮শত পরিবারের মধ্যে সরকারী ত্রাণ বিতরণ করা হয় -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার বন্যা কবলিত মানুষের মধ্যে সরকারী ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। 
  গতকাল ২৭শে জুলাই দুপুরে রতনদিয়া ইউনিয়নের বন্যা দুর্গত ৮শত পরিবারের মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত ত্রাণ (পরিবার প্রতি ১০ কেজি করে চাল) বিতরণ করা হয়। 
  রতনদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা, ট্যাগ অফিসার হিসেবে উপজেলা প্রথমিক শিক্ষা অফিসার(ভারপ্রাপ্ত) আব্দুর রশিদ ও ইউপি সদস্যগণ ইঞ্জিন চালিত ট্রলারযোগে রতনদিয়া ইউনিয়নের চরাঞ্চলে ঘুরে ঘুরে এই ত্রাণ বিতরণ করেন।
  উল্লেখ্য, আগের দিন ২৬শে জুলাই কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো, উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) শেখ নুরুল আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতিউর রহমান নবাব, সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম খায়ের, রতনদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা প্রমুখ এই বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেন।

গোয়ালন্দে চালককে হত্যা করে মোটর সাইকেল ছিনতাইকারী ৪জনের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড
বালিয়াকান্দি উপজেলায় ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ-মতবিনিময় সভা
গোয়ালন্দে সাংবাদিকদের সাথে উপজেলা  চেয়ারম্যান প্রার্থী মোস্তফা মুন্সীর মতবিনিময়
সর্বশেষ সংবাদ