রাজবাড়ী জেলার কালুখালী উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল ১৭ই মে দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনূর্ধ্ব-১৭ বালক ও বালিকা) উপজেলা পর্যায়ের খেলার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
কালুখালী উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলামের সভাপতিত্বে সভায় উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ ইসমাইল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কালিকাপুর ইউপির চেয়ারম্যান আতিউর রহমান নবাব, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস.এম নাসিম আখতার, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইসতিয়াক হোসেন চৌধুরী রানা, উপজেলা কৃষি কর্মকর্তা পূর্ণিমা সরকার, রতনদিয়া ইউপির চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা, মদাপুর ইউপির চেয়ারম্যান মিজানুর রহমান মজনু, বোয়ালিয়া ইউপির চেয়ারম্যান রফিকুল ইসলাম, মৃগী ইউপির চেয়ারম্যান এম.এ মতিন ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আকামত আলী মন্ডলসহ অন্যান্যরা অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, আগামী ১৯শে মে থেকে ৩দিনব্যাপী কালুখালী উপজেলার রতনদিয়া রজনীকান্ত উচ্চ বিদ্যালয়ের মাঠে এই খেলা অনুষ্ঠিত হবে।