ঢাকা সোমবার, মে ৬, ২০২৪
পাংশায় গড়াই নদীর উপর নির্মাণাধীন সেতু পরিদর্শনে এমপি জিল্লুল হাকিম
  • শিহাবুর রহমান/শামীম হোসেন
  • ২০২২-০৫-২৩ ১৬:১৯:০৫
রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম গতকাল ২৩শে মে বিকালে পাংশা উপজেলার গড়াই নদীর উপর নির্মাণাধীন সেতুর অগ্রগতি পরিদর্শন করেন -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম বলেছেন, মানুষের জন্য যারা কাজ করে, এলাকার উন্নয়নে যারা কাজ করে, স্কুল কলেজের উন্নয়নে যারা কাজ করে তাদের পক্ষে নির্বাচনে রায় দিতে হবে। তাদের পাশে থাকতে হবে। তাদের হাতকে শক্তিশালী করতে হবে। এখনো যথেষ্ট উন্নয়নমূলক কাজ হবে। এজন্য আমাদের জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। শেখ হাসিনাকে আগামী নির্বাচনে আবারো নৌকা প্রকীককে বিপুল ভোটে জয়লাভ করাতে হবে। গতকাল ২৩শে মে বিকেলে পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের নাদুরিয়া থেকে লাঙলবাদ পর্যন্ত গড়াই নদীর উপর ৬৫০ মিটার দৈর্ঘ্য পিসি গার্ডার ব্রীজ পরিদর্শন কালে তিনি একথা বলেন। তিনি বলেন, এই ব্রীজটা শুধু আমাদের পাংশা অঞ্চলের মানুষের না। এটা শৈলকুপা ও শ্রীপুর অঞ্চলের মানুষেরও দীর্ঘদিনের চাওয়া পাওয়া ছিল। এখানে একটা ব্রীজ হবে। মানুষের যাতায়াতের সুবিধা হবে এবং দুইটা অঞ্চলের মধ্যে যোগাযোগ প্রতিষ্ঠিত হবে। এমন স্বপ্ন দীর্ঘদিনের। সেটি এখন বাস্তবায়ন হচ্ছে। এই যোগাযোগ প্রতিষ্ঠার মধ্যে আমাদের যশোর যেতে প্রায় ৩৬কিলোমিটার রাস্তা কমে যাবে। সংসদ সদস্য জিল্লুল হাকিম বলেন, শেখ হাসিনার আমলে এবং তার সরাসরি উদ্যোগে এই ব্রীজটার অনুমোদন হয়। ব্রীজটার কাজ শুরু হওয়ার পরে মানুষের মধ্যে একটা নতুন আশার সঞ্চার হয় এবং এলাকার মানুষ আশান্বিত হয়। তাদের ব্যবসা বাণিজ্য সবদিক দিয়ে উন্নয়ন হবে, অর্থনৈতিক কর্মকান্ড বাড়বে। এটা সত্যিই এই এলাকার মানুষের মধ্যে আশা সঞ্চার করার কথা। মানুষ খুশি হয়েছে। শেখ হাসিনার যে উন্নয়নমূলক কর্মকান্ড এই ব্রীজটাই তার বড় প্রমাণ। এমপি জিল্লুল হাকিম বলেন, শেখ হাসিনা আমাদের দেশের গরীব মানুষের জন্য যে কাজ গুলো করছে, তা আগে কোন সরকার করেনি। আপনারা আগে কোন দিন বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃকালীন ভাতা পেয়েছেন? আপনাদের ছেলে মেয়েদের লেখাপড়ার জন্য বছরের প্রথম দিনে বিনামূল্যে বই দেওয়া হচ্ছে। আগে কখনো বছরের প্রথম দিনে বই পেয়েছেন? গরীব মানুষ যাদের কোন ঠিকানা ছিলনা, মাথার উপরে ছাদ ছিল না। তাদের জন্য বাড়ীর ব্যবস্থা করে দিয়েছেন আমাদের জননেত্রী শেখ হাসিনা। যা পাক ভারত উপমহাদেশের কোন দেশেই নেই। শেখ হাসিনা এই কাজ গুলো করেছেন। তিনি বলেন, এখন বিএনপি আন্দোলনের হুমকি দেয়। কথায় কথায় বলে গদি ছাড়তে হবে। জনগন শেখ হাসিনার পাশে আছে। কারণ শেখ হাসিনা জনগণের পাশে আছে। তোমরা তো সৌন্দর্য চর্চা করতে করতে তোমাদের সময় গেছে। জনগণের কথা মনে করবে কি। খালেদা জিয়া ইন্ডিয়া গিয়েছিলেন এবং সেখান থেকে ফেরত আসার পর তাকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনি কি তিস্তার পানি ভাগ করার কথা আলোচনা করেছেন। জবাবে খালেদা জিয়া বলেছিলেন আমি ভুলে গিয়েছিলাম। উনি দেশের কথা ভুলে যান, মানুষের কথা ভুলে যান। তিনি দেশের উন্নয়ন কিভাবে করবেন। এ সময় অন্যান্যের মধ্যে পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলী, ঠিকাদারী প্রতিষ্ঠান এম.এম বিল্ডার্সের ম্যানেজিং ডিরেক্টর(এমডি) বাবুল আক্তার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার সাইফুল ইসলাম বুড়ো, সাবেক সভাপতি একেএম শফিকুল মোর্শেদ আরুজ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল ওহাব মন্ডল, পাংশা থানার ওসি মাসুদুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস, কসবামাজাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহরিয়ার সুফল মাহমুদ, পাংশা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওদুদ সরদার অতুর, উপজেলা ছাত্রলীগের সভাপতি কামাল আল মামুন, সাবেক সভাপতি শাহিদুল ইসলাম মারুফ, সাধারণ সম্পাদক রেজাউল করিম সরদার রেজা, কসবামাজাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান পিল্টু জোয়াদ্দার প্রমুখসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। উল্লেখ্য, ঝিনাইদহ-মাগুরা ও পাংশার মধ্যে যোগাযোগ স্থাপনের লক্ষ্যে ২০২০ সালের ৩রা জুন এলজিইডির ‘পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ প্রকল্প’ (সিআইবিআরআর)-এর আওতায় ৬৩ কোটি ৯১ লক্ষ ৬৮ হাজার ১৭০ টাকা ব্যয়ে উক্ত সেতুর নির্মাণ কাজ শুরু হয়। ঢাকার গুলশানের এমএম বিল্ডার্স এন্ড ইঞ্জিনিয়ারিং লিঃ নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান সেতুটির নির্মাণ কাজ বাস্তবায়ন করছে। আগামী ২০২৩ সালের জুন মাসে সেতুর নির্মাণ কাজ শেষ হওয়ায় কথা রয়েছে।

পাংশা উপজেলা মুখরিত শেষ মুহুর্তের প্রচারণায়
পাংশা-কালুখালীতে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা
পাংশা উপজেলা পরিষদ নির্বাচনে শেষ মুহুর্তের গণসংযোগে বুড়ো
সর্বশেষ সংবাদ