রাজবাড়ী জেলার কালুখালী উপজলোর কালিকাপুর ইউনিয়নে বন্যা কবলিত মানুষরে মধ্যে সরকারী ত্রাণ বিতরণ করা হয়েছে।
গতকাল ২৮শে জুলাই কালিকাপুর ইউনয়িনরে বন্যা র্দুগত ১শত পরবিাররে মধ্যে র্দুযোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়রে বরাদ্দকৃত ত্রাণ ও শুকনো খাবার (পরিবার প্রতি ১০ কেজি চাল, ১ কেজি ডাল, তেল ১ কেজি, ১ কেজি চিনি, ২ কেজি চিড়া, ১ প্যাকেট নুডুল্স, ১ কেজি লবণ) বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণকালে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কালিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিউর রহমান নবাব, কালিকাপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি গোলাম মোস্তফা, কালিকাপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম ও ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগের সভাপতি ও কালিকাপুর ইউনয়িন পরষিদের চেয়ারম্যান আতিউর রহমান নবাব বলেন, বন্যার কারণে চরাঞ্চলের পানিবন্দী মানুষের খাদ্য সমস্য দেখা দেয়ায় বৃষ্টি কাদাকে উপেক্ষা করে প্রত্যেকের বাড়ী বাড়ী গিয়ে ত্রাণ সামগ্রী পৌছে দিচ্ছি। আগামী বৃহস্পতিবার বন্যার্তদের মধ্যে পুনরায় ত্রাণ বিতরণ করা হবে।