ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
কালুখালীতে জেলা তথ্য অফিসের আয়োজনে ওরিয়েন্টেশন কর্মশালা
  • মোখলেছুর রহমান
  • ২০২২-০৫-২৪ ১৬:০১:৪০
রাজবাড়ী জেলা তথ্য অফিসের আয়োজনে কালুখালীতে গতকাল ২৪শে মে সকালে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের ওরিয়েন্টেশন কর্মশালায় আলিউজ্জামান চৌধুরী টিটো বক্তব্য রাখেন -মাতৃকণ্ঠ।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন গণযোগাযোগ অধিদপ্তরের শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় রাজবাড়ী জেলার কালুখালীতে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 
  জেলা তথ্য অফিসের আয়োজনে গতকাল ২৪শে মে সকালে কালুখালী উপজেলা পরিষদ মিলনায়তনে এই ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়। 
  কালুখালী উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় অতিথি হিসেবে আলিউজ্জামান চৌধুরী টিটো, ভাইস চেয়ারম্যান শেখ এনায়েত হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ডলি পারভীন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতিউর রহমান নবাব, সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম খায়ের, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফারজানা ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা পূর্ণিমা হালদার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবুল বাশার চৌধুরী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুতপা কর্মকার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সার্জেন্ট(অবঃ) আকামত আলী মন্ডল, রতনদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা, মদাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মজনু প্রমুখ বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার শাহিন মিয়া। 
  বক্তাগণ শিশু ও নারীর উন্নয়ন, সাম্প্রদায়িকতা, গুজব, অপপ্রচার, সহিংসতা, যৌতুক, বাল্য বিবাহ প্রতিরোধ, শিশুকে মাতৃদুগ্ধ দান, নিরাপদ মাতৃত্ব, জেন্ডার সমতা, পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ বিভিন্ন সামাজিক ইস্যু নিয়ে আলোচনা করেন। সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ কর্মশালায় অংশগ্রহণ করেন।

 

পাংশা রেলওয়ে স্টেশনের আধুনিকায়নের কাজ শুরু
রাজবাড়ীতে চার দফা দাবীতে কলেজ শিক্ষকদের মানববন্ধন
কালুখালীতে কৃষক কদম হত্যার সাথে জড়িতদের শাস্তির দাবীতে মানববন্ধন
সর্বশেষ সংবাদ