রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার ৩০টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে স্কাউট উপকরণ বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ স্কাউটস কালুখালী উপজেলা শাখার আয়োজনে গতকাল ২৫শে মে সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষকদের কাছে স্কাউট উপকরণগুলো (ড্রাম সেট, স্কার্ফ, নটিং বোর্ড, ওয়াগল, ফার্স্ট এইড বক্স, মুখোশ, টেনিস বল প্রভৃতি) হস্তান্তর করা হয়।
এ সময় উপজেলা স্কাউটসের উপদেষ্টা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো, সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত কুমার দাস, উপজেলা সহকারী শিক্ষা অফিসার সুপ্রিয়া বিশ্বাস, উপজেলা স্কাউটসের সম্পাদক ও এজেডএম ছাকেন উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান আলী, উপজেলা স্কাউটসের কমিশনার রেজাউল আলম, কোষাধ্যক্ষ ও সূর্যদিয়া মদাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জলিল প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, স্কাউট উপকরণপ্রাপ্ত বিদ্যালয়গুলো হলো-রতনদিয়া ইউনিয়নের রতনদিয়া সপ্রাবি, তোফাদিয়া সপ্রাবি, হারোয়া রূপসা সপ্রাবি, মুরারীখোলা সপ্রাবি, বল্লভপুর সপ্রাবি; বোয়ালিয়া ইউনিয়নের খাগজানা সপ্রাবি, বোয়ালিয়া সপ্রাবি; মৃগী ইউনিয়নের আখরজানি সপ্রাবি, নিয়ামতপুর সপ্রাবি, শিকজান সপ্রাবি, মৃগী সপ্রাবি, করকলিয়া সপ্রাবি; মদাপুর ইউনিয়নের ধুবাড়ীয়া সপ্রাবি, দামুকদিয়া সপ্রাবি, গোয়ালপাড়া সপ্রাবি, গোপালপুর সপ্রাবি, সূর্যদিয়া সপ্রাবি, গড়িয়ানা সপ্রাবি; মাজবাড়ী ইউনিয়নের খামারবাড়ী সপ্রাবি, হাড়িভাঙ্গা সপ্রাবি, কুলটিয়া সপ্রাবি; কালিকাপুর ইউনিয়নের গতমপুর সপ্রাবি, কালিকাপুর সপ্রাবি, কালুখালী সপ্রাবি, ঝাউগ্রাম সপ্রাবি, পাড়া বেলগাছী সপ্রাবি, ইয়াকুব হোসেন সপ্রাবি, সাওরাইল ইউনিয়নের লাড়িবাড়ী সপ্রাবি, চরপাতুরিয়া সপ্রাবি ও কাউয়াখোলা সপ্রাবি।