ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
ঈদ-উল-আযহা উপলক্ষে কালুখালীর ৪টি ইউনিয়নে বিশেষ ভিজিএফ-এর চাল বিতরণ
  • মনির হোসেন
  • ২০২০-০৭-৩০ ১৪:২০:০৭
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে রাজবাড়ীর কালুখালী উপজেলার ৪টি ইউনিয়নের গরীব-অসহায় মানুষের মধ্যে বিশেষ ভিজিএফ-এর চাল বিতরণ করা হয়েছে -মাতৃকণ্ঠ।

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে রাজবাড়ীর কালুখালী উপজেলার ৪টি ইউনিয়নের গরীব-অসহায় মানুষের মধ্যে বিশেষ ভিজিএফ-এর চাল বিতরণ করা হয়েছে।
   গতকাল ৩০শে জুলাই রতনদিয়া ইউনিয়নের ২ হাজার ৫শত, সাওরাইল ইউনিয়নের ২ হাজার ৫শত, বোয়ালিয়া ইউনিয়নে ১ হাজার ও মদাপুর ইউনিয়নের ১ হাজার দরিদ্র পরিবারের মধ্যে এই বিশেষ ভিজিএফ-এর ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
   রতনদিয়া ইউনিয়নে চাল বিতরণকালে কালুখালী উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শেখ নুরুল আলম, রতনদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাসরিন সুলতানা, তদারকি কর্মকর্তা (ট্যাগ অফিসার) আব্দুর রশিদ, সাওরাইল ইউনিয়নের চাল বিতরণকালে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম আলী, তদারকি কর্মকর্তা এবিএম হেলাল উদ্দিন, ইউপি সচিব জোবায়ের আহমেদ, মদাপুর ইউনিয়নে চাল বিতরণকালে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম মৃধা, তদারকি কর্মকর্তা আবুল বাসার চৌধুরী, বোয়ালিয়া ইউনিয়নে চাল বিতরণকালে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হালিমা বেগম, তদারকি কর্মকর্তা আব্দুল জব্বার প্রমুখ উপস্থিত ছিলেন।

পাংশা রেলওয়ে স্টেশনের আধুনিকায়নের কাজ শুরু
রাজবাড়ীতে চার দফা দাবীতে কলেজ শিক্ষকদের মানববন্ধন
কালুখালীতে কৃষক কদম হত্যার সাথে জড়িতদের শাস্তির দাবীতে মানববন্ধন
সর্বশেষ সংবাদ