ঢাকা শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
যুক্তরাষ্ট্রের আলবামা অঙ্গরাজ্যে বন্দুক হামলায় ২জন নিহত
  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২২-০৬-১৭ ১৪:৩৪:৪৪

যুক্তরাষ্ট্রের আলবামা অঙ্গরাজ্যে গত বৃহস্পতিবার একটি চার্চে বন্দুক হামলায় ২জন নিহত এবং অপর ১জন আহত হয়েছে। পুলিশ এ কথা জানায়।
  ভেস্তাভিয়া হিলস শহরের সেন্ট স্টিফেনস এপিস্কোপাল চার্চে এই বন্দুক হামলা চালানো হয়। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। শহরের পুলিশ বিভাগ ফেসবুকে এ কথা জানায়। 
  চার্চটির ওয়েব সাইটে বলা হয়, গির্জায় নিয়মিত নৈশ ভোজের আয়োজনের সময় বন্দুকধারী এই হামলা চালায়। 
  পুলিশের ক্যাপ্টেন শেন ওয়্যার সাংবাদিকদের বলেন,  বন্দুকধারী একাই চার্চে ঢুকে গুলি চালায়। গুলিতে ৩জন আহত হয়, এদের মধ্যে ২জন মারা গেছে। আহত অপর ব্যক্তিকে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। 
  যুক্তরাষ্ট্র বন্দুক সহিংসতার মহামারির মধ্যে রয়েছে। এর মধ্যে বড় হামলার ঘটনা ঘটেছে গত ২৪শে মে টেক্সাসের উভালদে শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে। এই হামলায় ১৯ স্কুল শিশু এবং ২জন শিক্ষক নিহত হয়েছে।

ইসরায়েলের ওপর ইরানের হামলা ‘সফল হয়েছে’ : তেহরান
ইসরায়েলে মার্কিন কুটনীতিকদের জন্য ভ্রমণ সতর্কতা
পাথর-বিটুমিন মিশ্রণযন্ত্রের দুর্গন্ধযুক্ত কালো ধোঁয়ায় বায়ু দুষণ॥প্রতিকারের কেউ নেই!
সর্বশেষ সংবাদ