সৌদি আরবের সঙ্গে মিল রেখে গত ৩১শে জুলাই সংযুক্ত আরব আমিরাত স্বাস্থ্য বিধি মেনে পবিত্র ঈদুল আযহা উদযাপিত হয়েছে।
ভোর ৬টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ঈদের নামাজ প্রবাসীরা ঘরেই আদায় করেছে। কারণ মসজিদে ৫ ওয়াক্ত নামাজ হলেও জুমার নামাজ ও ঈদের নামাজের অনুমতি দেয়নি আরব আমিরাত সরকার। অনেকেই মহান আল্লাহ্র সন্তুষ্টির জন্য পশু কোরবানী দিয়েছে। আবার অনেকেরই আর্থিক অবস্থা ভালো না হওয়ার কারণে কোরবানী দিতে পারে নাই।
প্রবাসীরা অনেকে মিলে আল্লাহ্র সন্তুষ্টির জন্য পশু জবাই করে বন্ধু-বান্ধব মিলে আনন্দ ভাগাভাগি করেন। আবার অনেক প্রবাসী ঈদ জামায়াত শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও কলে পরিবার ও আত্মীয়-স্বজনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করেন। কেউবা আবার ডিউটি না থাকায় রুমে মধ্যে ঘুমিয়ে থাকেন।
মোঃ মানিক নামে এক আমিরাত প্রবাসী বলেন, প্রবাসে আমরা পরিবার-পরিজন ছাড়া ঈদ করি। মনের মধ্যে দুঃখ-কষ্ট থাকলেও চেষ্টা করি সবাই মিলে ভালো থাকতে।